ভারত-চীন যুদ্ধে বীরত্বের জন্য সম্মান পেয়েছিলেন আবদুল করিম, এখন পেট ভরাতে চালাচ্ছেন অটো

বাংলা হান্ট ডেস্কঃ ১৯৭১ সালে ভারত আর চীনের মধ্যে ভয়ংকর যুদ্ধের কথা সকলেরই মনে আছে। ওই যুদ্ধে ভারতের চারজন জওয়ান চীনা জওয়ানদের ঘাম ছুটিয়ে দিয়েছিল। ভারত আর চীনের মধ্যে হওয়া এই যুদ্ধে অদম্য সাহস দেখানোর জন্য যেই ভারতীয় জওয়ানকে সম্মান দেওয়া হয়েছিল, আজ সেই অবসরপ্রাপ্ত জওয়ান নিজের পেট ভরানোর জন্য অটো চালাতে বাধ্য হয়েছেন। অবসরপ্রাপ্ত জওয়ান শেখ আবদুল করিম রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন।

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে অটো চালক অবসরপ্রাপ্ত জওয়ান শেখ আবদুল করিম বলেন, ভারত আর চীনের মধ্যে ১৯৭১ সালে হওয়ার যুদ্ধে ওনার বীরত্বের জন্য ওনাকে মেডেল দেওয়া হয়েছিল। করিম বলেন, আমার বাবাও ভারতীয় সেনায় ছিলেন, ওনার মৃত্যুর পর ১৯৬৪ সালে ওনার জায়গায় আমি ভারতীয় সেনায় নিযুক্ত হই। আমাকে লাহৌল এলাকায় পোস্টিং দেওয়া হয়েছিল। এরপর আমি চীনের সঙ্গে হওয়া যুদ্ধে বাকি ভারতীয় জওয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি।

ani1614735810

করিম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দীরা গান্ধীর শাসনকালে সেনার অতিরিক্ত জওয়ানদের হটিয়ে দেওয়া হয়। সেই জওয়ানদের মধ্যে আমিও ছিলাম। সেনায় থাকাকালীন আমি সরকারি জমির জন্য আবেদন করেছিলাম, তেলেঙ্গানার গোলাপল্লী গ্রামে আমাকে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল। প্রায় ২০ বছর পর সেই জমু গ্রামের অন্য সাতজনকে দিয়ে দেওয়া হয়। আমি সেই বিষয়ে অভিযোগ জানালে, আমাকে অন্য জায়গায় জমি দেওয়ার অফার দেয়, কিন্তু আমি নতুন জমি নেবো না বলে জানিয়ে দিই। একবছর হয়ে গিয়েছে, কিন্তু আমাকে এখনও জমির কাগজপত্র তুলে দেওয়া হয়নি।

শেখ আবদুল করিম বলেন, সেনা থেকে হটিয়ে দেওয়ার পর আমি অনেক সমস্যার সন্মুখিন হয়েছি। আমার কাছে আমার নিজস্ব বাড়ি ছিল না। আমি ৯ বছর দেশের হয়ে লড়েছি। কিন্তু আমাকে পরে সরিয়ে দেওয়া হয়। এখন ৭১ বছর বয়সে নিজের সংসার চালানোর জন্য আমি অটো চালাই। করিম বলেন, বীরত্ব দেখানোর জন্য সরকারের তরফ থেকে সম্মান দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু সরকারের তরফ থেকে পেনশন অথবা কোনও আর্থিক সাহায্য করা হয়নি।

অবসরপ্রাপ্ত জওয়ান শেখ আবদুল করিম সরকারের কাছে আবেদন করে বলেছেন যে, গরিব আর বঞ্চিতদের দেওয়া আবাস যোজনার মধ্যে সেই প্রাক্তন জওয়ানদেরও যুক্ত করা হোক যাদের নিজস্ব বাড়ি নেই। এর সাথে সাথে কেন্দ্র সরকারকে প্রাক্তন জওয়ানদের আর্থিক রুপে সাহায্য করার আবেদন জানিয়েছেন তিনি।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর