বাংলা হান্ট ডেস্ক: জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগ সাধুবাদ পাচ্ছে সর্বত্র। দুঃস্থ মেধাবী পরিবারের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। অভাবকে সাথী করেই মাধ্যমিকে (Madhyamik Pariksha) দারুণ ফলাফল করে দেখিয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দুই দুঃস্থ মেধাবী ছাত্র। মঙ্গলবারই বিকেলবেলা তাদের সংবর্ধনা দিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।
পুলিশ যে জনতার কাজের জন্যই তৈরী, তা আবারো প্রমাণ করে দিল তারা। আর পুলিশের মানবিকতা দেখে বাহবা চলছে সোশ্যাল মিডিয়াতে। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের জোরপাকড়ি এলাকার। সেখানেই বাড়ি তমাস রায়ের। তিনি ময়নাগুড়ি সুভাষ নগর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। অভাবের সংসারে কোনমতে দিন গুজরান হয় তাদের।
সংসারকে সাথ দিতে বাবার সাথেই দোকানে বসেন তমাস। এবারের মাধ্যমিকে তিনি পেয়েছেন ৬৫২ নম্বর। আরেকজন হলেন ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের কন্যাবাড়ি এলাকা থাকে পার্থ রায়। তিনি পড়াশোনা করেছেন ময়নাগুড়ি শহীদগর উচ্চ বিদ্যালয় থেকে। জমিতে কাজ করে সংসার চালান তার বাবা। পার্থ পেয়েছেন ৫৬১ নম্বর।
আরও পড়ুন:নিত্যযাত্রীদের জন্য সুখবর! শিয়ালদা ডিভিশনে নয়া পরিষেবা রেলের, উপকৃত হবেন লাখ লাখ মানুষ
দুজনেরই ভবিষ্যতের লক্ষ্য ডাক্তার হওয়া। কিন্তু মাধ্যমিক তো গেল, এবার উচ্চশিক্ষা কীভাবে হবে তাই নিয়ে দারুণ অর্থকষ্টে ভুগছেন দুই পরিবার। আর এই অবস্থায় দুই পরিবারের পাশে দাঁড়ান ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ। তমাসের ইচ্ছে, পড়াশোনা করে বড় চিকিৎসক হয়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো। পুলিশের তরফে তারা টিউশন সহ পড়াশোনার খরচ যোগানোয় ভীষণ খুশি সে।
আরও পড়ুন:বড় খবর, বাংলায় চলবে আরও একটি বন্দে ভারত! বিরাট ঘোষণা পূর্ব রেলের
দুঃস্থ ছাত্রদের পাশে দাঁড়ানোর কারণে বেশ খুশি সেখানে আইসি সুবল ঘোষ। তিনি মনে করেন অর্থাভাবের কারণে কারো পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত না। তাই এই দুই ছাত্রের পাশে দাঁড়িয়েছেন তারা। পুলিশের এভাবে মানসিক রূপ দেখে ময়নাগুড়ি তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও বেশ তারিফ কুড়োচ্ছে জলপাইগুড়ি পুলিশ।