ভারত বনাম নিউজিল্যান্ডের দুটি টেস্টের জন্য দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচকরা। পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে চোটের কারণে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। রোহিত শর্মা কে বাদ দিয়েই টেস্ট সিরিজের জন্য 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছেন নির্বাচকরা।
রবিবার বে ওভালে ভারত বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল। এই ম্যাচে ব্যাটিং করার সময় বাঁ পায়ের কাপ মাসেলে চোট পান রোহিত শর্মা। সঙ্গে সঙ্গে রিটায়ার্ড হার্ট নিয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর হ্যামিল্টনে এমআরআই করা হয় রোহিত শর্মার। সেখান থেকে জানা যায় রোহিত শর্মার চোট গুরুতর। সেই কারণেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের এবং টেস্ট সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা কে।
রোহিত শর্মার জায়গায় ভারতীয় ওয়ানডে দলে সুযোগ পেলেন মায়াঙ আগারওয়াল। সেই সাথে বিসিসিআই সূত্রে জানানো হয়েছে যদি টেস্ট সিরিজের আগে ইশান্ত শর্মা সুস্থ হয়ে ওঠেন তাহলে তাকেও নিয়ে নেওয়া হবে টেস্ট সিরিজ খেলার জন্য।
একনজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় দল:-
বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ আগারওয়াল, পৃথ্বী শাহ, শুভমান গিল, চেতেশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক), হনুমা বিহারী, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, মহম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব, নবদীপ সাইনি।