দুশো টাকা লিটার দুধ, অগ্নিমূল্য পেট্রোলও! তেল, খাবার কিছুই পাচ্ছে না দেশবাসী! হাহাকার পাকিস্তানে

বাংলাহান্ট ডেস্ক : প্রবল অর্থনৈতিক সংকটের জেরে ধুঁকছে পাকিস্তান। একই সঙ্গে দোসর খাদ্য সংকটও। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ— সব প্রান্তেই শুধু মানুষের হাহাকার। রোজকার প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমেই বেড়ে চলেছে। বন্যায় ফসলের বিপুল ক্ষতি হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। ফলে, একদিকে আর্থিক সংকট আর অন্যদিকে খাদ্য সংকট সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছে পাক সরকার। সেই সঙ্গে বিদেশি ঋণের বোঝা যেন “মরার উপর খাঁড়ার ঘা”।

এদিকে, দেশে গমের চাহিদা মেটাতে জেরবার হয়ে যাচ্ছে পাক সরকার। গম এবং ময়দার দাম যেন প্রত্যেকদিনই হু হু করে বাড়ছে। গত দু’সপ্তাহে ১৫ কেজি ময়দার দাম ৩০০ পাক রুপি বেড়েছে বলে জানা গেছে। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক লিটার দুধের দাম ২১০ টাকা ছাড়িয়ে গেছে। ৭০০-৮০০ টাকা কেজি দরে বিকোচ্ছে মুরগির মাংস। দোকানে বিদেশি কফি কিনতে গেলেও গুণতে হচ্ছে প্রায় ৮০০ টাকা। একই সঙ্গে পাকিস্তানে পেট্রল এবং ডিজেলের প্রতি লিটারে দাম বেড়েছে ৩৫ টাকা।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, জ্বালানি এবং গ্যাস নিয়ামক সংস্থার সুপারিশ মেনেই দাম বাড়ানো হয়েছে। সম্প্রতি দেশের ঋণ সংক্রান্ত তথ্য পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের মারফত সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, গত এক অর্থবর্ষে পাকিস্তানের সরকারি ঋণ ছিল ৯ লক্ষ ৩০ হাজার কোটি পাকিস্তানি রুপি। কিন্তু ২০২২ সালের জুনের শেষে এই ঋণ রেকর্ড মাত্রা ছুঁয়ে হয় ৪৯ লক্ষ ২০ হাজার কোটি। ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটি (আইএফএফআরএএস) রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানের গ্রামীণ এলাকার বিশাল সংখ্যক মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন।

pakistan crisis

প্রসঙ্গত উল্লেখ্য, আগের সরকারের সময় থেকেই এমন দৈন্যদশা চলছে পাক সরকারের। ঋণে জর্জরিত দেশবাসীকে এই ঋণের বোঝা থেকে উদ্ধারের প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হলেও লাভের লাভ কিছুই হয়নি। তথ্য বলছে, তেহরিক-ই-ইনসাফ সরকারে ৪৩ মাসে ঋণের পরিমাণ সর্বোচ্চ হয়েছিল। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতির জন্য এখন শেহবাজ শরিফ আঙুল তুলছেন ইমরান খানের দিকেই। কিন্তু তাতে চিঁড়ে ভিজছে না। দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কোনও রাস্তাও দেখাতে পারছেন না শরিফ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর