বাংলাহান্ট ডেস্ক : চলছে ক্রিকেট বিশ্বকাপ। বর্তমানে অধিকাংশ মানুষই বিশ্বকাপ দেখছেন মোবাইল ফোনে। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে জিও, এয়ারটেল এর মত কোম্পানিগুলি একাধিক অফার নিয়ে এসেছে। বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে এই কোম্পানিগুলি এমন প্ল্যান লঞ্চ করেছে যার সাথে বিনামূল্যে ডিজনি+ হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে যেখানে গ্রাহকরা দেখতে পাবেন ক্রিকেট বিশ্বকাপ।
তবে অনেকের মতেই এই প্ল্যানগুলি বেশ খরচ সাপেক্ষ। এই আবহেই জিও ও এয়ারটেলকে টেক্কা দিতে নতুন অফার আনল এই কোম্পানি। ভারতীয় ইন্টারনেট স্টার্ট-আপ এক্সাইটেল (Excitel) দুর্দান্ত অফার নিয়ে এসেছে যার মধ্যে ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডিজনি প্লাস হটস্টারের বিশেষ সাবস্ক্রিপশন এবং ৩০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিড থাকবে।
আরোও পড়ুন : পুজোর মাসেই বন্ধের পথে এই ব্যাংক! বাড়বে ভোগান্তি, RBI’র সিদ্ধান্তে মাথায় হাত গ্রাহকদের
৪৯৯ টাকার ‘বিশ্বকাপ’ ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে এই ইন্টারনেট কোম্পানি। গ্রাহকরা প্রতিমাসে ৪৯৯ টাকা খরচ করলে পেয়ে যাবেন এক বছরের সাবস্ক্রিপশনসহ 300Mbps স্পিডের ইন্টারনেট। এক্সাইটেলের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে, এই প্ল্যানের মাধ্যমে অনেকটাই করে যাবে গ্রাহকদের খরচা। সব মিলিয়ে লাভ হবে গ্রাহকদের।
গ্রাহক বিশ্বকাপ এবং লাইভ ক্রিকেট ম্যাচের জন্য ডিজনি + হটস্টারে সম্পূর্ণ এক্সেস পাবেন এই প্ল্যানের মাধ্যমে। এক্সাইটেল ‘কেবল কাটার প্ল্যান’ নিয়ে এসেছে যাতে ৪০০ এমবিপিএস ইন্টারনেট পরিষেবা, ১৬ টি প্রিমিয়াম ওটিটি অ্যাপ্লিকেশন সহ একটি বান্ডেল এবং ৫৫০ টিরও বেশি লাইভ টিভি চ্যানেলের সুবিধা পাবেন গ্রাহকরা। ৫৯২ টাকা মূল্যের মাসিক এই প্ল্যানটি বারো মাসের জন্য উপলব্ধ।