ExitPoll নিয়ে রেগে গেলেন মমতা,টুইট করে মোদীকে একহাত নিলেন

বাংলাHunt : গতকাল ভারতবর্ষের সবথেকে বড় নির্বাচন লোকসভা ভোট ইতিমধ্যে শেষ হয়েছে। সাত দফা ভোট শেষ হতেই বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যম তারা এক্সিট পোল করে সম্ভাব্য কি ফল হতে পারে.সেই নিয়ে একটি জনমত সমীক্ষা করেছে এবং তারা দেখিয়েছে বিজেপি এবছরও সরকার গঠন করবে। রিপাবলিক টিভি ৩০০+ দেখিয়েছেন, ইন্ডিয়া টুডে৩০০+ দেখিয়েছে, এছাড়া চাণক্য এবং এনডিটিভি ৩০০ ছুঁতে পারে বলে আভাস দিয়েছে।

এবিপি আনন্দ সমীক্ষা করেছে তাতে এনডিএ গর্মেন্ট করছে বলে একপ্রকার নিশ্চিত। সমীক্ষা দেখার পর বেজায় চটেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি টুইট করে বলেন বিরোধীদের কোণঠাসা করতে এবং মহাজোট কে বৈঠকে ভেস্তে দিতে বিজেপি এজেন্সি লাগিয়ে মিথ্যে প্রচার করছে কিন্তু ২৩তারিখ ভোটের ফল বেরাবার সাথে সাথে দেখবেন বিজেপি সরকার করতে পারবে না।

এদিকে আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছে চন্দ্রবাবু নাইডু এবং মমতা ব্যানার্জী জোট নিয়ে আলোচনা বসেছে। সেই পরিপ্রেক্ষিতে আজ দিলীপ ঘোষ বলেন বিজেপি সরকার গঠন করবে তা একপ্রকার নিশ্চিত। চন্দ্রবাবু নাইডু নিজেই তার রাজ্যে কোন আসন পাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে অনেক কম পাবে।

27fa6 image8888c85d 7b2d 4f68 9337 3f8a48b676ea 20190592560শুধুমাত্র রাজনীতি করে চলে যাবেন এখন দেখার বিষয় ২৩তারিখ কি ফল কি হতে পারে, সেই দিকে তাকিয়ে ভারতবাসী।


সম্পর্কিত খবর