ঠিক শেষ মুহূর্তেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভারতীয় মহাকাশ যান চন্দ্রযান টু এর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ অনিশ্চিত হয়ে পড়েছে৷ শনিবার রাত 1:30-2-30 সন্ধিক্ষণেই চন্দ্র যানের চাদে পৌঁছনোর কথা ছিল৷ এই সময় ল্যান্ডার বিক্রমের আশাবাদী অবতরণ করার মাত্র 15 মিনিটের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যেত৷ কিন্তু হঠাত্ই ছন্দপতন, চন্দ্র পৃষ্ঠ থেকে 2.1 কিলোমিটার দূরে থাকা ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
নির্দিষ্ট সময় থেকে অধিক সময় অতিক্রম করার সত্ত্বেও আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি তাই আপাতত ভাবে ইসরোর অভিযানকে ব্যর্থ বলা হচ্ছে কিন্তু এখনই অভিযান ব্যর্থ বলছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে চন্দ্রযান এর অভিযান বিফলে গেছে এই বলার পরিস্থিতি এখনও তৈরি হয়নি কারণ তাঁদের মতে চন্দ্র পৃষ্ঠের কাছাকাছি আসার সময় রেডিও ফ্রিকোয়েন্সি না ও ধরা দিতে পারে৷ যদিও তার কিছু সময় পরেই সঙ্কেত দেওয়া শুরু করতে পারে৷ তাই বিশেষজ্ঞদের এই আশার বাণীতে বিজ্ঞানীরা ল্যান্ডার বিক্রমের সুরক্ষা নিয়ে কিছুটা হলেও আশা নিয়ে রয়েছেন৷ শুধু তাই নয় প্রজ্ঞান রোভার চন্দ পৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠে যোগাযোগ করতে পারবে বলেও মনে করছেন বিজ্ঞানীরা৷
তবে হঠাত্ কেন যোগাযোগ বিচ্ছিন্ন হল? তা নিয়ে তথ্য যাচাই করবে বিজ্ঞানীরা৷ তবে শনিবার যদি চন্দ্রযান টু এর সফল অভিযান হত সে ক্ষেত্রে ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণ করার ইতিহাস গড়তে এবং একই সঙ্গে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার প্রথম সাফল্য উঠছে ভারতের হাতে৷ যদিও এখনই সফল অভিযানের আশা ছাড়ছেন না বিজ্ঞানীরা৷
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার