ফের ভয়ানক বিস্ফোরণ বাজি কারখানায়! প্রাণ হারালেন ১০জন, আহত বহু

বাংলা হান্ট ডেস্ক : তামিলনাড়ুর (Tamil Nadu) বাজি কারখানায় ভয়াবহ বিষ্ফোরণ (Explosion)। শনিবার বিরুধুনগর (Virudhunagar) জেলার রামু বেদনাপট্টি এলাকায় একটি বাজি কারখানায় এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আহত হয়েছে একাধিক। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে দমকল ও পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

সূত্রের খবর, আহতদের নিয়ে যাওয়া হয়েছে শিবকাশী সরকারি হাসপাতালে। যৌথভাবে উদ্ধারকাজে নেমেছে দমকল বাহিনী এবং পুলিশ। উদ্ধারকারীদের আশঙ্কা, ধ্বংসস্তুপের নিচে কেউ কেউ চাপা থাকলেও থাকতে পারে। এছাড়াও বাজি কারখানার আশেপাশের তিনটি বহুতলও ভেঙে পড়েছে। সেখানেও হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

যদিও কী কারণে এই বিষ্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রশাসনের প্রাথমিক অনুমান, কারখানায় কাজ করতে গিয়েই কোনও গোলযোগ সৃষ্টি হয়েছে এবং সেখান থেকেই এই দুর্ঘটনা। তবে অন্তর্ঘাতের বিষয়টাকেও নজরে রাখছে প্রশাসন।

fire accident site

একই সাথে কারখানায় কোনও নিষিদ্ধ রাসায়নিক বা বারুদের ব্যবহার হচ্ছিল কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, এই বাজি কারখানার মালিকের নাম বিজয় বলে জানা গেছে। তার সাথেও যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। এদিকে মর্মান্তিক এই বিষ্ফোরণের পর শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন।

virudhunagar21708163377936

একই সাথে নিহতদের পরিবারকে ৩ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন তিনি। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বেশকিছু বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানার আশেপাশে থাকা কয়েকটি বাড়ি পুরোপুরি ভেঙেও পড়েছে বলে খবর। সেই সব বাড়িতে কোনও হতাহত হয়েছে কি না তাও দেখছে দমকল বাহিনী।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর