চলছিল পঠনপাঠন, তাঁরই মাঝে বিস্ফোরণ টিটাগড়ের স্কুলে! তুমুল আতঙ্ক পড়ুয়া-স্থানীয়দের মধ্যে

বাংলাহান্ট ডেস্ক : স্কুলে (Explosion in School) চলছিল ক্লাস। হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ (explosion)। টিটাগড়ের (Titagarh) ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। শনিবার বিশ্বকর্মা পুজোর দিন বেলা পৌনে ১২টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিস বাহিনী।

টিটাগড়ে ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে এদিন দ্বিতীয় পিরিয়ড চলাকালীন ঘটে এই বিস্ফোরণ। স্কুলের এক শিক্ষক জানান, কেউ কেউ তখন ক্লাস নিচ্ছিলেন। অনেকেই একতলার স্টাফ রুমে ছিলেন। সেই সময়েই বিকট একটি আওয়াজ পান তাঁরা। বাইরে বেরিয়ে দেখেন ছাদ থেকে ধোঁয়া বেরোচ্ছে।

সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। পুলিস এসে বোমার স্প্লিন্টার উদ্ধার করে। কেউ বাইরে থেকে বোমা ছুড়েছে নাকি ছাদেই মজুত করে রাখা ছিল তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিস। তবে স্কুল শিক্ষকদের বক্তব্য, ওই বোমা যদি কোনও ভাবে ছাদ টপকে রাস্তায় এসে পড়ত তাহলে ঘটতে পারত মারাত্মক দুর্ঘটনা।

ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষকরা জানান, বিকট শব্দে ছাত্ররা আতঙ্কিত হয়ে পড়ে। ১২০০-১৩০০ ছেলে পড়ে এই স্কুলে। তাদের অভিভাবকরাও খবর পেয়ে স্কুলে ছুটে আসেন।

ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক হিংসা, সমাজবিরোধী দৌরাত্ম্য, আইনশৃঙ্খলার বেহাল দশার ছবি বার বার প্রকাশ্যে এসেছে। কয়েক মাস আগেই ভয়ংকর বিস্ফোরণ ঘটে হালিশহরের গঙ্গার ঘাটে। বারবার পুলিশ কমিশনার বদল করেও ব্যারাকপুরকে আয়ত্বে আনা সম্ভব হয় নি। এদিন আরও একবার বিস্ফোরণের ঘটনা ঘটল ভরা স্কুলের ছাদে। ঘটনার পরই চিন্তায় ব্যারাকপুর প্রশাসন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর