বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে গ্রাহকদের সুবিধার্থে একের পর এক দুর্ধর্ষ রিচার্জ প্ল্যান সামনে আনছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। এমতাবস্থায়, আপনিও যদি BSNL-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, কোম্পানিটি এবার তাদের গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার চালু করেছে। যেখানে নির্বাচিত কিছু প্ল্যানে অতিরিক্ত দৈনিক ডেটা উপলব্ধ করা হচ্ছে। BSNL তাদের ৪ টি জনপ্রিয় প্রিপেইড প্ল্যানে একই দামে অতিরিক্ত দৈনিক ডেটা প্রদান করছে। তবে, এই অফারটি সীমিত সময়ের জন্য বৈধ রয়েছে। অর্থাৎ, এই অফারটি শীঘ্রই শেষ হয়ে যাবে। তাই, অফারটি শেষ হওয়ার আগে, অবিলম্বে এর সুবিধা নিন। এই তালিকায় ৩০ দিন থেকে ৩৬৫ দিনের প্ল্যান রয়েছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
দুর্দান্ত অফার BSNL-এর
BSNL-এর ২২৫ টাকার প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ ৩০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাবেন। এই অফারে প্ল্যানটিতে গ্রাহকরা দৈনিক ৩ জিবি ডেটা (মোট ৯০ জিবি) পাবেন। উল্লেখ্য, এই প্ল্যানে মূলত ২.৫ জিবি ডেটা (মোট ৭৫ জিবি) ছিল। দৈনিক ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএসে কমে যাবে।

BSNL-এর ৩৪৭ টাকার প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ ৫০ দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাবেন। অফারের অংশ হিসেবে, বর্তমানে এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা (মোট ১২৫ জিবি) পাবেন। উল্লেখ্য, এই প্ল্যানে মূলত দৈনিক ২ জিবি ডেটা (মোট ১০০ জিবি) উপলব্ধ করা হত। মনে রাখবেন যে দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএসে নেমে আসবে।
BSNL-এর ৪৮৫ টাকার প্ল্যান: এই প্ল্যানটির মেয়াদ ৭২ দিন। এক্ষেত্রে গ্রাহকরা প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাবেন। অফারের অংশ হিসেবে, বর্তমানে এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২.৫ জিবি ডেটা (মোট ১৮০ জিবি) পাচ্ছেন। উল্লেখ্য যে, এই প্ল্যানে মূলত ২ জিবি দৈনিক ডেটা (মোট ১৪৪ জিবি) ছিল। এই প্ল্যানের ক্ষেত্রেই দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএসে কমে যাবে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! নতুন বছরে গ্রাহকদের বড় উপহার দিল HDFC ব্যাঙ্ক
BSNL-এর ২,৩৯৯ টাকার প্ল্যান: এটি BSNL-এর একটি সাশ্রয়ী মূল্যের এক বছরব্যাপী প্ল্যান। যার মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিটি নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS পাবেন। অফারের অংশ হিসেবে, গ্রাহকরা বর্তমানে দৈনিক ২.৫ জিবি ডেটা (মোট ৯১২ জিবি) পাচ্ছেন। উল্লেখ্য, এই প্ল্যানে মূলত ২ জিবি দৈনিক ডেটা (মোট ৭৩০ জিবি) ছিল। এই প্ল্যানেও দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি ৪০ কেবিপিএসে কমে যাবে।
আরও পড়ুন: তৈরি অবসরের পরিকল্পনা! বিশ্বকাপে খেলবেন না মেসি? কী জানালেন ফুটবলের মহাতারকা?
অফারের শেষ তারিখ: এই অতিরিক্ত দৈনিক ডেটা অফারটি শুধুমাত্র ৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত বৈধ রয়েছে। অর্থাৎ অফারটি আর মাত্র কয়েক দিন বাকি। এই অফারের মেয়াদ শেষ হওয়ার পরে, ডেটা বেনিফিট আগের স্তরে ফিরে আসবে। তাই, এই অফারের মেয়াদ শেষ হওয়ার আগেই এই সুবিধাটি গ্রহণ করুন। এই সক্রান্ত বিস্তারিত তথ্য জানতে গ্রাহকরা তাদের নিকটতম BSNL অফিস থেকে শুরু করে BSNL ওয়েবসাইট অথবা BSNL সেলফ কেয়ার অ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, ১৮০০-১৮০-১৫০৩ টোল-ফ্রি নম্বরেও কল করতে পারেন।












