বাংলাহান্ট ডেস্কঃ সারা দুনিয়া তোলপাড় করোনাভাইরাস (corona virus) নিয়ে। আতঙ্ক যেন প্রহর গুনছে সকলে। এখন পর্যন্ত এই ভাইরাসের জেরে অনেক মানুষ মারা গেছে। আবার আক্রান্ত হয়েছে অনেকে।
এর জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Narendra Modi) দেশে ‘লকডাউন’ (lockdown) ঘোষণা করেছে। তার জন্য প্রায় সবই বন্ধ হয়ে গেছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের Mamata Banerjee) নির্দেশে বাজার, মুদির দোকান, মেডিসিনের দোকান প্রায় সবই খোলা থাকবে। আর এই সুযোগে কিছু কালোবাজারি মুনাফা লাভ করছে। বারণ থাকা সত্ত্বেও তারা জিনিসপত্রের দাম বেশি নিচ্ছে।
এমনই চিত্র ধরা পড়েছে, ফুলিয়ার (Fulier) রেল বাজার এলাকায়। যেখানে দেখা যাচ্ছে এক বাজারের ব্যবসায়ী ডিমের দাম বেশী নিচ্ছে। পুলিশ গিয়ে সেখানে হানা দিয়েছে। তাঁরা তাদের বারবার বলছে ডিমের দাম বেশী না নেয়। যেটা দাম মানে যে দামে আগে আপনি ডিম বিক্রি করেছেন সেই দামেই বিক্রি করতে হবে। বেশী দাম নিলে ব্যবসায়ীকে গ্রেফতার অবধি করা হতে পারে বলে জানা গিয়েছে।
আবার, দেখা যাচ্ছে, চালের দোকানে এক ব্যবসায়ী চালের দাম বেশী নিচ্ছে। সেখানেও পুলিশ যায় এবং সেখানেও তাদের বারণ করে। আর বলে ন্যায্য মূল্যে খাবার বিক্রি করারা কথা বলা হয়েছে।