সোমেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়! কবে কমবে এই দুর্যোগ? আবহাওয়ার খবর

Published on:

Published on:

weather update(2)

বাংলা হান্ট ডেস্ক: বিহারের উপর থাকা নিম্নচাপ ক্রমে উত্তর দিকে সরছে। এর জেরে তুমুল বর্ষণে বানভাসি পরিস্থিতি উত্তরবঙ্গে। বিপর্যস্ত জনজীবন। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৭। আবহাওয়া দপ্তর বলছে (Weather Update), রবিবার উত্তরবঙ্গের (North Bengal Weather Update) জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন।

উত্তরবঙ্গে বেহাল পরিস্থিতি, প্রচন্ড বৃষ্টির জেরে দুর্যোগ | Weather Update

রবিবার উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অত্যধিক ভারী বৃষ্টির (২০০ মিলিমিটারেরও বেশি) সম্ভাবনা। অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি রয়েছে এই দুই জেলায়।

এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতি ভারী (৭০-২০০ মিলিমিটার) বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই তিন জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও। তবে উত্তরবঙ্গের অন্য সকল জেলাগুলির তুলনায় কম বৃষ্টির সম্ভাবনা এই তিন জেলায়।

আজ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। উত্তর দিনাজপুরের কোনও কোনও অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

আবহাওয়া দপ্তর বলছে, আলিপুরদুয়ারে সোমবারও ভারী বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির খবর হল সোমবার উত্তরের আর কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সাত জেলায়। একইসাথে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝড় উঠতে পারে। সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে।

North Bengal weather latest update 5th October 2025

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ! মানবিক বার্তা দিলেন অভিষেক, উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এরপর মঙ্গলবার থেকে আরও কিছুটা বৃষ্টি কমবে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে প্রতিটি জেলার সব অংশে বৃষ্টি হবে না। কয়েকটি অংশে বৃষ্টি হবে। আগামীকাল মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।