‘তুই আমায় শেখাবি?’, প্রকাশ্যে এলো IPL-এ কোহলি ও গম্ভীরের একে অপরকে দেওয়ার গালির বিস্তারিত বিবরণ

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) মধ্যে হওয়া ঝামেলার পর একটা গোটা দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। তাও এখনো ক্রিকেটপ্রেমীদের মন থেকে সেই ঘটনা রেশ কেটে ওঠেনি। ভারতীয় ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রকে যেভাবে একে অপরের মুখোমুখি দাঁড়াতে দেখা গিয়েছিল আগ্রাসনের সাথে, তা একেবারেই ক্রিকেটের পক্ষে ভালো বিজ্ঞাপন নয়।

কিন্তু ঠিক কি কথাবার্তা হয়েছিল বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে? অনেকেই এই ব্যাপারটা নিয়ে কৌতুহলী হয়ে উঠেছেন। ঝামেলা আছে প্রথমে কোহলি এবং আফগান পেসার নবীন উল হকের মধ্যে শুরু হয়েছিল তা নিয়ে কোনও সন্দেহ নেই। তারপর কি এমন হলো যে দুই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্ব নিজেদের মধ্যে ঝামেলা জড়িয়ে পড়লেন।

fined kohli gambhir

এই ঘটনায় কাছাকাছি থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন অমিত মিশ্র প্রথমেই বিরাট কোহলির বিরুদ্ধে আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন কারণ তিনি ১০ নম্বরে ব্যাট করতে নামা ব্যাটারকে স্লেজিং করছিলেন। এরপর ম্যাচ হেরে যাওয়ার পর লখনৌয়ের ওপেনার কাইল মেয়ার্স, বিরাট কোহলিকে গিয়ে প্রশ্ন করেন যে কেন তিনি তাদেরকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন। এর জবাবে বিরাট কোহলি পাল্টা জিজ্ঞাসা করেন যে মেয়ার্স কেন তার দিকে তাকিয়ে রয়েছেন।

পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে বুঝে গৌতম গম্ভীর মেয়ার্সকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এরপরও বিরাট কোহলি নিজের মনে কথা বলে যেতে থাকেন যা শুনে গৌতম গম্ভীর ফির সেদিকে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে এর পরে যে ঝগড়াটা হয় সেটা অনেকটা বাচ্চাদের লড়াইয়ের মতন।

গৌতম গম্ভীর বিরাটের সামনে এসে জিজ্ঞাসা করেন, ‘হ্যাঁ বল কি বলছিস’। এরপর বিরাট কোহলি বলেন, ‘আমি তো আপনাকে কিছুই বলিনি, আপনি কেন এর মধ্যে ঢুকছেন।’ জবাবে গম্ভীর বলেন, ‘আমার প্লেয়ারদের কিছু বলা মানে আমার পরিবারকে অসম্মান করা।’ এরপর কোহলি পাল্টা বলেন, ‘তাহলে আপনি আপনার পরিবারকে সামলে রাখুন।’ এরপর গৌতম গম্ভীর যখন বলে ওঠেন, ‘এবার তাহলে তুই আমাকে শেখাবি আমার কি করা উচিত?’, তখনই তাদের দুজনকে আলাদা করে দেয় তাদের দলের সতীর্থরা। এই ঘটনার জেরে আইপিএল গভর্নিং বডি দুজনেরই এক ম্যাচের ১০০ শতাংশ বেতন কেটে নিয়েছে।

 

সম্পর্কিত খবর

X