বাংলাহান্ট ডেস্ক : এবার থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য আপনাকে দিতে হবে টাকা। ফি সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল মেটা কর্তৃপক্ষ। তবে আপনাদের জানিয়ে রাখি এই ফি ভারতে প্রযোজ্য হবে না। ইউরোপের কিছু দেশের জন্য মেটা এই ফি প্রযোজ্য করতে চলেছে। বিজ্ঞাপন-মুক্ত ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য গ্রাহকদের এই মূল্য দিতে হবে। সাবস্ক্রিপশন মডেলের অংশ হিসাবে মেটা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এই ফি সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে কমানো হয়েছে সাবস্ক্রিপশন মডেলের ফি। Facebook-এর ফি কমিয়ে EUR 5.99 (প্রায় 540 টাকা) করা হয়েছে। অন্যদিকে, ইনস্টাগ্রামের ফি কমিয়ে ইউরো 9.99 (প্রায় 900 টাকা) করা হয়েছে। মূলত গ্রাহকদের প্রাইভেসি বা গোপনীয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
আরোও পড়ুন : ‘শুকিয়ে গেছে সব…,’ ৫৩ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করে এ কী বললেন কাঞ্চন!
মেটা জানিয়েছিল, গ্রাহকদের প্রাইভেসি নিশ্চিত করতে এই ফি দিতে হবে। মেটা বিজ্ঞাপনের উদ্দেশ্যে ব্যবহার করত গ্রাহকদের ডেটা। তবে ইউরোপের নতুন ডেটা গোপনীয়তা আইনের মধ্যে এটি অন্তর্ভুক্ত হয়ে পড়ে। তাই গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখার জন্য ফি মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 18 বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের কাছ থেকে এই চার্জ নেওয়া হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলির জন্য চার্জ প্রয়োগ করেছিল মেটা।
1 নভেম্বর থেকে এই নিয়ম লাগু হওয়ার পর প্রাথমিকভাবে প্রতি মাসে 9.99 ইউরো (প্রায় 880 টাকা) ফি ধার্য করা হয়েছিল। iOS এবং Android ব্যবহারকারীদের 12.99 ইউরো (প্রায় 1,100 টাকা) চার্জ দিতে বলা হয়েছিল। যদিও বেশ কিছু সংগঠন কোম্পানির এই পলিসির বিরোধিতা করে। সংগঠনগুলির দাবি ছিল গ্রাহকদের ডেটা সুরক্ষিত রাখা প্রত্যেকটি সংস্থার কর্তব্য। সেখানে এভাবে টাকা চার্জ করা অনুচিত।