‘শুকিয়ে গেছে সব…,’ ৫৩ বছর বয়সে এসে তৃতীয়বার বিয়ে করে এ কী বললেন কাঞ্চন!

বাংলাহান্ট ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এই নিয়ে কাঞ্চন মল্লিক তৃতীয়বারের জন্য বসলেন বিয়ের পিঁড়িতে। গত ১৪ই ফেব্রুয়ারি প্রেম দিবসের দিন আইনি বিয়ে করেন তাঁরা। তারপর ২রা মার্চ কাঞ্চন ও শ্রীময়ীর আনুষ্ঠানিক বিয়ে হয়। প্রথম থেকেই কাঞ্চনের এই বিয়ে ছিল আলোচনার তুঙ্গে।

তার প্রথম কারণ এটি কাঞ্চনের তৃতীয় বিয়ে, আরেকটি হল শ্রীময়ীর বয়স কাঞ্চনের থেকে ২৬ বছর কম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে চলছে জোড় আলোচনা। তৈরি হচ্ছে বিভিন্ন মিম। যদিও কাঞ্চন ও শ্রীময়ী এসবের পাত্তা দিতে নারাজ। তাঁরা তাঁদের মতো করে সুখেই দিন কাটাচ্ছেন।

আরোও পড়ুন : ৪৯৫ বছর পর অযোধ্যার দরবারে দোল উৎসব! রামলালার জন্য আসছে কাচনার ফুল দিয়ে তৈরি বিশেষ আবির

বিয়ের পর শ্রীময়ী জানান কাঞ্চন তাঁকে বাড়ির কোনও কাজ করতে দেয় না। এমনকি রান্নাও করতে দেন না। একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন কাঞ্চনের সদ্য বিবাহিতা স্ত্রী। একটি সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন, ‘বিবাহ পর্বটা সবে মিটেছে। এখনও কিছুই গোছানো হয়নি। তবুও একটু দম নিতে শুরু করেছি যেন।’

আরোও পড়ুন : ২-১ টাকা কম নয়, এই রাজ্যে একধাক্কায় ৭৫ টাকা করা হবে পেট্রোলের দাম!

তারপর তিনি বলে ওঠেন, ‘একি! এগুলো এখনও এখানে পড়ে? বিয়ের কদিন একটু বেশি মেকআপ করেছি তো তাই ওকে (কাঞ্চন মল্লিক) বলেছিলাম তুলিগুলো ধুয়ে তুলে রাখতে। দেখো সেই পড়েই আছে।’ এই অভিযোগ শোনার পর কাঞ্চন মৃদু গলায় বলেন, ‘এগুলো ধোয়ার কাজ আমার ছিল। তুলে রাখারও। শুকিয়ে গেছে, যাই রেখে আসি।’

kanchan mullick and sreemoyee chattoraj now working together in kamala o sreeman prithwiraj

এই কথা শোনার পর সঞ্চালক অভিনেত্রীকে বলেন যে শ্রীময়ীর কথায় ওঠাবসা করছেন কাঞ্চন। তবে এই কথার বিরোধিতা করে অভিনেত্রী বলেন,  ‘যেটা করার মতো কাজ সেটাই করতে বলি।’ সব মিলিয়ে বলা যায়, বয়সের ব্যবধান থেকে শুরু করে একের পর এক ট্রেলিংয়ের শিকার হবার পরেও চুটিয়ে সংসার করছেন এই সেলেব দম্পতি।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর