৬০০০ টাকা ভর্তুকি মিলবে পেট্রোল এবং ডিজেলে! জেনে নিন সরকারের প্রস্তুতি কী?

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে দেশে যেভাবে পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel) দাম ক্রমশ বেড়ে চলেছে, তার দরুণ মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। এর মাঝেই কয়েকবার দাম কমানো হলেও তার পরিমাণ অতি সামান্য। ফলে যে মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোল-ডিজেল এবং জ্বালানির দাম নিয়ে ক্রমশ চিন্তা বেড়ে চলেছে মানুষের, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট ঘিরে সম্প্রতি আশার আলো জাগে দেশবাসীর মনে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ক্রমশ ভাইরাল হতে থাকে, যেখানে ইন্ডিয়ান অয়েল (Indian Oil) দ্বারা পেট্রোল এবং ডিজেলের ওপর ৬০০০ টাকা ভর্তুকি দেওয়ার খবর ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। এই খবরটি সামনে আসার পরই খুশিতে ফেটে পড়ে অধিকাংশ মানুষ। তবে এর পরেই এমন কিছু তথ্য সামনে এসেছে, যা দেখে চোখ কপালে উঠতে বাধ্য।

পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান দাম মাঝে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে ৬ হাজার টাকা ভর্তুকি দেওয়ার খবর দেশের একাধিক প্রান্তে পৌঁছে যায়। এই সোশ্যাল মিডিয়া পোস্টটিতে ভর্তুকি পাওয়ার জন্য একাধিক ব্যক্তিগত তথ্য চাওয়া হয় বলেও জানা গিয়েছে। সুত্রের খবর, ইতিমধ্যে অনেকেই তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করে ফেলেছেন। তবে সম্প্রতি পিআইবি (PIB) দ্বারা এই পোস্টটির ফ্যাক্ট চেক করা হয়, যার পরেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ফ্যাক্ট চেকের পর পিআইবি দ্বারা টুইট করে জানানো হয় যে, ইন্ডিয়ান ওয়েলের পক্ষ থেকে লাকি ড্রয়ের মাধ্যমে ৬০০০ টাকা ভর্তুকি দেওয়ার যে খবর বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ‘ভুয়ো’। এর সাথে ইন্ডিয়ান অয়েলের কোনরকম সম্পর্ক নেই। এরপরেই পিআইবির তরফ থেকে বলা হয়, “সোশ্যাল মিডিয়ায় জুড়ে ভুয়ো খবর পৌঁছে দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান অয়েল কিংবা অন্যান্য যেকোনো প্রতিষ্ঠান কখনোই ব্যক্তিগত তথ্য জানতে চায় না।”

এরপরই সকল দেশবাসীকে সতর্ক করে এ ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে দূরে থাকতে বলা হয়েছে। এক্ষেত্রে পিআইবি জানায়, “যে কোন লাকি ড্র কিংবা স্কিম কেবলমাত্র প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হলে তবেই তা গ্রহণযোগ্য।”


Sayan Das

সম্পর্কিত খবর