ভারতের প্রত্যেক যুবককে ৪,০০০ টাকা করে দেবে কেন্দ্র? ভাইরাল সরকারি বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া নির্বাচনের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশে যোগী সরকার সহ ৪ টি রাজ্যে সরকার গড়তে চলেছে বিজেপি। এই আবহেই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে, প্রধানমন্ত্রী রামবাণ সুরক্ষা যোজনার অধীনে দেশের সমস্ত যুবক ৪ হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন।

এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবির সাথে একটি চিঠিতে এই প্রকল্প সম্পর্কে জানানো হয়েছে যে, প্রধানমন্ত্রী রামবাণ সুরক্ষা যোজনার জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং সেখানে একটি লিঙ্কও দেওয়া আছে। পাশাপাশি, জানানো হয়েছে যে, এই প্রকল্পের অধীনে দেশের যুবকদের ৪ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করবে মোদী সরকার।

   

তবে, আপনি যদি আপনার মেইল ​​বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে এমন কোনো বার্তা পান তাহলে এখনই সাবধান হন। এটা এক্কেবারে সাইবার জালিয়াতিদের কারবার। তারা সবসময় আপনার আমানতের উপর নজর রাখছে। শুধু তাই নয়, আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যেতে পারে টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, পিআইবি হল ভারত সরকারের নীতি, কর্মসূচির উদ্যোগ এবং অর্জন সম্পর্কে সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়াকে জানানোর জন্য প্রধান সংস্থা। সেখানেই পিআইবি এই সংক্রান্ত টুইট করে সাধারণ মানুষকে এই বিভ্রান্তিকর দাবি সম্পর্কে সতর্ক করেছে।

WhatsApp Image 2022 03 13 at 7.28.49 PM

পিআইবি ফ্যাক্ট চেক, সাবধান করে টুইটের মাধ্যমে জানিয়েছে যে, এই দাবিটি সম্পূর্ণভাবে ভুয়ো। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনো প্রকল্প চালাচ্ছে না। এই ধরনের ভুয়ো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য শেয়ার করতেও বারণ করেছে ওই সংস্থা।

পাশাপাশি, সরকার সংক্রান্ত কোনো খবর সত্য না ভুয়ো তা জানতে পিআইবি ফ্যাক্ট চেকের সাহায্য নিতে পারেন আপনিও। যে কোনো ব্যক্তিই পিআইবি ফ্যাক্ট চেক করার জন্য 918799711259 এই WhatsApp নম্বরে স্ক্রিনশট, টুইট, ফেসবুক পোস্ট বা সন্দেহজনক খবরের URL পাঠাতে পারেন। অথবা সরাসরি pibfactcheck@gmail.com-এ মেইলও করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর