মুম্বই ছাড়বেন বুমরাহ? IPL-র মাঝেই এই দল থেকে এল দারুণ প্রস্তাব

বাংলা হান্ট ডেস্ক : মরশুমের মাঝেই বাম্পার অফার বুমরাহর সামনে। ভারতীয় জাতীয় দলের সেরা পেসারের জয়গান তারই প্রতিপক্ষ দলের কোচের মুখে। বুমরাহর বোলিং-এ তিনি এতটাই মুগ্ধ যে সোজা তাকে দলে নেওয়ার কথাও বলে ফেললেন কোচ। কোন ফ্র্যাঞ্চাইজি থেকে অফার এল বুমরাহর কাছে? জবাবে কী বললেন মুম্বাই ইন্ডিয়ানসের পেসার।

গতকাল RCB বনাম MI ম্যাচে বেঙ্গালুরুকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে মুম্বাই। এইদিন ম্যাচের শুরু থেকেই রীতিমত অ্যাটাকিং মুডে ধরা দিল মুম্বাই। মুম্বাইয়ের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর, আরসিবি অধিনায়ক খোদ ফাফ ডু প্লেসিস জাসপ্রিত বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন। এমনকি বুমরাহকে খোলাখুলি একটি প্রস্তাবও দিয়েছেন তিনি। তারপর থেকেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জল্পনা।

এইদিন মুম্বাইয়ের কাছে শোচনীয় পরাজয়ের পর যখন ফাফ ডু প্লেসিসকে হারের কারণ জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন, ‘মুম্বাইতে বুমরাহ আছে, যে আমাদের উপর চাপ সৃষ্টি করতে পেরেছে। আমাদের স্কোর আরও বেশি হতে পারত, কিন্তু বুমরাহের আক্রমণাত্মক বোলিংয়ের কারণে আমরা মাত্র ১৯৬-এ নেমে এসেছি। আমাদের সেরা জুটিটাও বুমরাহ ভেঙে দিয়েছে।’

আরও পড়ুন : দুর্নীতি ঢাকতেও চুরি! ‘তথ্যপ্রমাণ’ লোপাটের অভিযোগ মুখ্যসচিবের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ আদালতের

delhi (1)

এরপরেই হাসতে ফাফ ডু প্লেসিস বলেন, ‘জসপ্রিত বুমরাহ যদি আমাদের দলে যোগ দেন, তাহলে খুশি হব’। ফাফের এই বক্তব্যের পরই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। আরসিবি ভক্তদের দাবি, পরের মরশুম থেকে বুমরাহকেও অন্তর্ভুক্ত করা হোক। কেউ কেউ তো এটাও বলছে যে, মুম্বাই ইন্ডিয়ানসের জন্য এটা ভালো খবর যে, ‘জসপ্রিত বুমরাহ নিলামে আসেননি, অন্যথায় অনেক ফ্র্যাঞ্চাইজি বুম-বুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর