চাঞ্চল্যকর দাবি করলেন ডুপ্লেসি, প্রাণে মেরে ফেলার হুমকি ডুপ্লেসি এবং তার স্ত্রীকে

বাংলা হান্ট ডেস্কঃ ক্রিকেট এমন একটা খেলা যেখানে ক্রিকেটারদের কার্যত ভগবানের আসনে বসিয়ে রাখে ভক্তরা। ভালো ক্রিকেট খেলে তারা যেমন ভগবান রূপে ক্রিকেটারদের পুজো করেন তেমনই খারাপ পারফরম্যান্স করলে তাদের সমালোচনা এমনকি প্রাণনাশের হুমকি দিতেও পিছুপা হয়না সেই ভক্তরা। এমনই এক ঘটনার কথা শোনালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।

চাঞ্চল্যকর দাবি করে ফ্যাফ ডুপ্লেসি বললেন 2011 বিশ্বকাপে বিপর্যয়ের পর তিনি এবং তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

একটা সময় ক্রিকেটের তিন ফরমেটে নিজেদের সেরা জায়গায় রেখেছিলেন দক্ষিণ আফ্রিকা। তবে দুর্দান্ত ক্রিকেট খেললেও এখনো পর্যন্ত একবারও বিশ্বকাপ জেতা হয়নি দক্ষিণ আফ্রিকার। বাইশগজে ‘চোকার্স’ তকমা এখনো পর্যন্ত ঘুচিয়ে উঠতে পারেনি তারা।

n280735342b84053c83348de4bdb3913e015883a7850ba4c3314b2980de45e7c37a69a8a42

2011 বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ড এর মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে 211 রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র 172 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস এবং বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ডুপ্লেসিদের। তারপরই সোশ্যাল মিডিয়াতে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ শুনতে হয় ডুপ্লেসিকে। হারের সমস্ত দায় ডুপ্লেসির কাঁধে চাপিয়ে দিয়ে তাকে এবং তার স্ত্রীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করলেন ডুপ্লেসি।

Udayan Biswas

সম্পর্কিত খবর