বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের দুনিয়ায় মিঠাইয়ের (mithai) জয়যাত্রা অব্যাহত। টানা কয়েক মাস ধরে লাগাতার টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। একান্নবর্তী পরিবারের জমাটি গল্প, চরিত্রের বুনন এবং অভিনেতা অভিনেত্রীদের সুন্দর অভিনয়ই এই সাফল্যের নেপথ্যের কারণ। শুধুমাত্র মূল চরিত্রে থাকা সিড মিঠাই নয়, পার্শ্বচরিত্রগুলিও একই রকম জনপ্রিয়তা পেয়ে আসছে দর্শকদের থেকে।
এমনি একটি চরিত্র হল এসিপি রুদ্র। সিদ্ধার্থের কলেজ জীবনের বন্ধু তিনি। বেশ অনেকদিন আগেই গল্পে এনট্রি হয়েছে তাঁর। সিরিয়ালে তাঁর জুটি হিসেবে দেখানো হচ্ছে নীপাকে। সিডের একটি প্রোজেক্টে অভিনয় করতে গিয়ে রুডির স্টাইল দেখেই প্রেমে পড়ে যায় নীপা। তার এখন হাবুডুবু অবস্থা।
নীপার কাণ্ডকারখানা দেখে হল্লা পার্টির যেমন হতবাক দশা তেমনি বিষম খাওয়ার জোগাড় রুদ্ররও। নীপা কখনো শাড়ি পরে থানায় হাজির হচ্ছে আবার কখনো আনকোরা হাতে চা বানাতে গিয়ে চিনির বদলে দিয়ে ফেলে নুন। সব মিলিয়ে নাজেহাল অবস্থা রুডির। কিন্তু তাঁদের এই দুষ্টুমিষ্টি রসায়ন দারুন উপভোগ করছেন দর্শকেরা।
আর সেই কারণেই হঠাৎ রুদ্রর পাশে অন্য অভিনেত্রীকে দেখে ক্ষেপেছেন তারা। সম্প্রতি সোহিনী সরকারের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন রুদ্র চরিত্রাভিনেতা ফাহিম মির্জা। আসলে পুজোর জন্য একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন তাঁরা। কিন্তু তা বুঝতে নারাজ মিঠাই ভক্তরা। নীপাকে ছাড়া অন্য কারোর সঙ্গে ছবি শেয়ার করলেন কেন রুদ্র? প্রশ্ন দর্শকদের।
বোঝাই যাচ্ছে ফাহিমকে ছাপিয়ে রুদ্রর জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে দর্শক মহলে। মিঠাইয়ের পাশাপাশি কড়িখেলা সিরিয়ালেও কৌশিক চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে চরিত্রটি নেগেটিভ। দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী চরিত্রেই সাবলীল ভাবে অভিনয় করছেন ফাহিম।