বাংলা হান্ট ডেস্কঃ আধার কার্ড (Aadhaar Card) আমাদের পরিচয়পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। কিন্তু সেই আধার কার্ডই (Aadhar Card) এখন ভুয়ো অনুপ্রবেশকারীদের নাগরিকত্বের হাতিয়ার হয়ে উঠছে। শুধু কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে ডাকসেবকদের আসল ফিঙ্গারপ্রিন্ট। সেই আঙুলের ছাপ ব্যবহার করেই তৈরি হচ্ছে পুরোপুরি আসলের মত দেখতে অথচ নকল আধার কার্ড (Aadhaar Card)।
কীভাবে চলছে এই প্রতারণা?
তদন্তে উঠে এসেছে, ডাকঘরের সঙ্গে যুক্ত কিছু চুক্তিভিত্তিক কর্মীর আঙুলের ছাপ সিলিকন মোল্ড কিটের মাধ্যমে নকল করা হচ্ছে। তারপর আধার সেন্টারের ইউজার আইডি, পাসওয়ার্ড, আইপি অ্যাড্রেস, সব তথ্য চক্রের হাতে চলে যাচ্ছে। এগুলো দিয়েই আসল পোর্টালে ঢুকে তৈরি হচ্ছে ভুয়ো আধার কার্ড(Aadhaar Card)। অথচ কার্ডটি দেখতে একেবারে আসল!
এরপর সেই ভুয়ো আধার (Aadhaar Card) ব্যবহার করে তৈরি হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ডও। ফলে সেই অনুপ্রবেশকারীকে আর বিদেশি বলা যায় না, নথি অনুযায়ী সে একজন ভারতীয় নাগরিক।
কোথায় ধরা পড়ল?
এই প্রতারণার হদিশ পাওয়া গিয়েছে উত্তর দিনাজপুরের এক পোস্ট অফিসে (Post Office)। রাজ্য পুলিশের হাতে ধরা পড়েছে বিধান মুর্মু নামে এক চুক্তিভিত্তিক ডাকসেবক। তার জিজ্ঞাসাবাদেই গোয়েন্দাদের হাতে আসে গোটা চক্রের ছবি। জানা গিয়েছে, আঙুলের ছাপের দাম ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত! এই চক্র শুধু বাংলাতেই নয়, এর আগে উত্তরপ্রদেশেও একই ধরনের জালিয়াতি ধরা পড়েছিল।
আরও পড়ুনঃ পকসো আইনে দৃষ্টান্তমূলক শাস্তি! দেহব্যবসায় জড়িতদের ২০ বছরের কারাদণ্ড ঘোষণা ব্যারাকপুর আদালতে
এই ঘটনার পর গোয়েন্দারা যথেষ্ট চিন্তিত। কারণ, এই ধরনের চক্র দেশের নিরাপত্তার পক্ষেও বড় বিপদ তৈরি করতে পারে। সঠিক নথি (Aaadhar Card) ছাড়াই যে কেউ নাগরিক পরিচয় পেয়ে যাচ্ছে।