বাংলা হান্ট ডেস্ক: লটারি কেটে ভাগ্য পরিবর্তন করতে চায় বহু মানুষ। তবে রাজ্যজুড়ে জাল লটারির (Fake Lottery) কারবার বেড়েই চলেছে। এরফলে রাজ্যজুড়ে জাল লটারির বিরুদ্ধে অভিযান শুরু করল সিআইডি। এই তল্লাশি চালিয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় নকল লটারির টিকিট সহ উদ্ধার হয়েছে বিভিন্ন সামগ্রী। তাছাড়া বিভিন্ন রাজ্যের লটারি টিকিট জাল করে একটি চক্র বেআইনি কারবার চালাচ্ছে বলেও অভিযোগ। সেই অভিযোগের উপর ভিত্তি করেই তদন্ত শুরু হয়েছে।
লটারি প্রতারণায় সাধারণ মানুষদের সিআইডি সতর্কবার্তা (Fake Lottery)
হাওড়া, হুগলি, বর্ধমান, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জাল পেপার লটারি টিকিটের রমরমা বাজার চলছে। এমনকি বিভিন্ন জায়গায় টেবিল পেতে বিক্রি হচ্ছে এই টিকিট। পাশাপাশি সপ্তাহে বা দিনে হচ্ছে এই খেলা । থাকছে মোটা টাকা পুরষ্কারের টোপ। এরপরই দেখা যাচ্ছে, এই লটারির টিকিটের সবই ভিন্ন রাজ্যের। যাদের একটা বড় অংশের এখানে টিকিট বিক্রির কোনোও অনুমতি নেই।

আরও পড়ুন: ডালের কৌটো পোকায় ভরে যাচ্ছে? রান্নাঘরের এই ছোট্ট টিপস মানলেই মিলবে স্থায়ী সমাধান
আবার রাজ্য সরকারের অনুমতি না নিয়েই প্রতিবেশী রাষ্ট্র ভুটানের লটারির টিকিটও বিক্রি হচ্ছে। যেখানে খেটে খাওয়া মানুষের এই টিকিট কেটে সর্বস্বান্ত হচ্ছে। আর এই জাল লটারির লক্ষ লক্ষ টাকা রোজগার করছে অবৈধভাবে এর পান্ডারা। এই বিষয়টি প্রশাসনে নজরে আসার পর থেকেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয় বিভিন্ন জেলায় জাল লটারি খবর সংগ্রহ করার জন্য।
এই জাল লটারি খবর সংগ্রহ করতে গিয়ে, সিআইডি জানতে পারে একাধিক জেলায় বেআইনিভাবে এর কারবার চলছে। পাশাপাশি এই জাল লটারি গুলো বিক্রি হচ্ছে কুড়ি. পঞ্চাশ, একশো ও দুশো টাকায়। আর এই জাল লটারি বিক্রির জন্য হাওড়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া সহ আটটি জেলায় একাধিক কেস রুজু হয়। গ্রেপ্তার করা হয় গোটা ১০ ব্যক্তিকে।
ধৃতদের জেরা করার পর তদন্তকারীরা জানতে পারেন, বেশ কয়েকটি রাজ্যের লটারি বিক্রি এখন নিষিদ্ধ রয়েছে। তবে সেই লটারি টিকিটগুলি বিভিন্ন ছাপাখানায় ছাপানো হচ্ছে। আর এর পিছনে রয়েছে বড় কোন চক্র। আমজনতা না জেনে এই জাল লটারি কিনছে। যার ফলে সর্বস্বান্ত হচ্ছে অনেক সময় সাধারণ মানুষ। তবে এই জাল লটারির (Fake Lottery) পান্ডাদের খোঁজ চালাচ্ছে এখনো তদন্তকারীরা।












