ভুয়ো বিয়ে দেখিয়ে আত্মসাৎ কোটি কোটি টাকা! এবার অভিনব প্রতারণার ফাঁদ রাজ্যে

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন প্রকল্পকে কেন্দ্র করে দুর্নীতি আমাদের দেশে নতুন কিছু নয়। সম্প্রতি এমনই একটি অভিনব দুর্নীতির খবর সামনে আসছে উত্তরপ্রদেশ (Uttarpradesh) থেকে। সরকারের একটি প্রকল্পের মাধ্যমে কয়েকশো কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে খবর উঠে আসছে গাজিয়াবাদ থেকে।

সরকারকে ভুয়ো বিয়ে দেখিয়ে দালালরা ২৮০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। এই দালালরা সরকারের খাতায় ৩৫০০ ভুয়ো বিয়ে দেখিয়েছে বলে অভিযোগ। ‘কন্যা বিবাহ যোজনা’ উত্তরপ্রদেশ সরকারের একটি প্রকল্প। রাজ্যের শ্রমমন্ত্রকে নথিভূক্ত শ্রমিকদের এই প্রকল্পের মাধ্যমে বিয়ের জন্য দেওয়া হয় ৮২ হাজার টাকা।

আরোও পড়ুন : ৩০ সেপ্টেম্বর থেকে LIC বন্ধ করে দিচ্ছে জনপ্রিয় এই প্ল্যান! আপনার বিনিয়োগ থাকলে কী হবে? দেখুন

আর্থিকভাবে দুর্বল শ্রমিকদের এই টাকা দেওয়া হয়ে থাকে। তবে শর্ত একটাই, এই শ্রমিকদের অন্তত এক বছর যুক্ত থাকতে হবে সরকারি কাজে। গাজিয়াবাদের প্রতারকরা এই প্রকল্পটিকেই তাদের হাতিয়ার করেছে। এই প্রকল্পের আওতায় বিয়ের জন্য সরকারের পক্ষ থেকে ৬৫ হাজার টাকা ও বর এবং কনেকে পোশাক কেনার জন্য দেওয়া হয় দশ হাজার টাকা।

আরোও পড়ুন : চাকরির ঝুলি খুলল পশ্চিমবঙ্গ সরকার! পঞ্চায়েত দপ্তরে ৭ হাজার কর্মী নিয়োগ, আবেদন করুন শিগগিরই

অন্যান্য খাতে খরচার জন্য দেওয়া হয় ৭০০০ টাকা। দালালরা এই প্রকল্পের টাকা আত্মসাৎ করার জন্য ভুয়ো পাত্র-পাত্রী ঠিক করে তাদের বিয়ে দিয়েছে এবং সেটি দেখিয়েছে সরকারি খাতায়। এই ভুয়ো বিয়েতে পাত্র-পাত্রীদের দেওয়া হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা করে। বাকি টাকা হাতাবার জন্য ওই পাত্র-পাত্রীর নামে খোলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট।

marriage

সেই অ্যাকাউন্টেই ঢুকেছে প্রকল্পের টাকা। টাকা নিয়ে বচসার জেরে ২০২২ সালের নভেম্বর মাসে ঝামেলা হয় দালাল ও পাত্র-পাত্রীর মধ্যে। এরপর পাত্র-পাত্রীরা অভিযোগ দায়ের করেন থানায়। তবে এতদিন বিষয়টি ধামাচাপা থাকলেও সম্প্রতি ভারতীয় কিষান ইউনিয়ন ঢুকে পড়ে বিষয়টিতে। এরপরই চাঞ্চল্যকর এই জালিয়াতি সবার সামনে আসে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর