বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে পশ্চিমবঙ্গজুড়ে (West Bengal) ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমনকি এই দুর্নীতির দায়ে জেলে রয়েছেন তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন মহাসচিব তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এছাড়াও তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহাও এই দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। তাদের সবারই নাম জড়িয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে।
এছাড়াও আর্থিক কেলেঙ্কারি, গরু পাচারের অভিযোগে জেল খাটছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ওদিকে বীরভূমের বেতাজ বাদশা বলে খ্যাত অনুব্রতর একমাত্র মেয়ে সুকন্যাও আর্থিক কেলেঙ্কারি মামলায় তিহার জেলে বন্দি। বর্তমানে দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির একের পর এক অভিযোগে বিধ্বস্ত তৃণমূল কংগ্রেস। আর এরই মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে বর্তমানে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হচ্ছে।
বলে দিই যে, দু’দিন আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের সভা থেকে বলেছিলেন যে, তাঁকে কেউ মেসেজ করে বলেছেন অভিষেক গ্রেফতার হবে। যদিও, এমন কিছু ED বা CBI-র তরফ থেকে ছড়ানো হয়নি। গোটাটাই বিরোধীদের চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন তিনি। আর এরই মধ্যে অভিষেককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও একটি ছবি ভাইরাল হচ্ছে।
কী বলা আছে সেই ভাইরাল ছবিতে? বলে দিই, সম্প্রতি ভারতের সোনার ছেলে নামে খ্যাত নীরজ চোপড়া ফের জ্যাভলিনে সোনা জিতেছেন। আর তাঁকে গোটা দেশই শুভেচ্ছা জানাচ্ছে। আর সেই নীরজের সোনা জয় নিয়েই এবার অভিষেককে বদনাম করার চেষ্টা চলছে বলে অভিযোগ তৃণমূলের। ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে, অভিষেক বলছেন ‘নীরজ চোপড়া আজ অবধি যত সোনার মেডেল জিতেছে, তাঁর চেয়ে বেশি সোনা আমার বৌ ব্যাগে নিয়ে ঘোরে।” এই ছবিটি বাংলার এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের বলে দাবি করা হচ্ছে।
আমরা বিষয়টি নিয়ে গবেষণা করার পর পাই যে, যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তা সত্য নয়। সম্পূর্ণ ভুয়ো এবং এডিটিং করা। আসলে ছবিটির আসল ক্যাপশন ছিল ‘র্যাগিং মুক্ত ক্যাম্পাস অঙ্গীকার, আমরা সিসিটিভি লাগাবই।” সম্প্রতি যাদবপুরে ছাত্রমৃত্যু এবং বাম মনস্কা পড়ুয়াদের সিসিটিভি না লাগাতে দেওয়ার দাবির পরই অভিষেক এই মন্তব্য করেছিলেন। কিন্তু এক শ্রেণির মানুষ তা বিকৃতি করে নিজের মতো করে প্রচার করছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসেছে তৃণমূল নেতৃত্ব। এমন ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।