বাংলাহান্ট ডেস্ক : কয়েক বছর আগে নোট বন্দির সময় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নতুন ধরনের নোট বাজারে চালু করে। সেই সময় পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হয়। তার বদলে বাজারে আসে ২০০ টাকা ও ২০০০ টাকার নতুন নোট (Indian Rupee)।
কিন্তু সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেছে। ভারতের বাজারে বর্তমানে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ২০০০ টাকার নোট চালু রয়েছে। অনেক সময় এই নোটগুলি অপরাধীরা জাল করে। সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ব্যাপারে অনেকের মনে ধারণা যে অত্যধিক পরিমাণ ২০০০ টাকার নোট জাল হচ্ছে।
সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে। তবে আপনাদের জানিয়ে রাখি এই ধারণা ঠিক নয়। বর্তমানে বাজারে ২০০০ টাকার নোট নয়, সব থেকে বেশি ৫০০ টাকার জাল নোট রয়েছে। এমন তথ্য পাওয়া যাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্ট থেকে।
যেভাবে জাল ৫০০ টাকার নোটের সংখ্যা বাজার বৃদ্ধি পাচ্ছে তাতে স্বাভাবিকভাবেই আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। তথ্য অনুযায়ী, ১৪.৪ শতাংশ জাল ৫০০ টাকার নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০২২-২৩ অর্থবর্ষে। শেষ অর্থবর্ষে তার গত অর্থবর্ষের তুলনায় ৯১,১১০টি জাল ৫০০ টাকার নোট বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে জাল ২০০০ টাকার নোটের সংখ্যা দেশে ৯,৮০৬টি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ১১.৬ শতাংশ কমেছে জাল ১০, ১০০ এবং ২০০০ টাকার নোটের সংখ্যা। অপরদিকে বৃদ্ধি পেয়েছে নতুন নকশার জাল ৫০০ ও ২০ টাকার নোটের সংখ্যা। কুড়ি টাকার ক্ষেত্রে জাল নোটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮.৪%।