বিস্কুটের পেটি খুলতেই বেরোল কোটি কোটি টাকার জালনোট, গুনতে গিয়ে মাথায় হাত পুলিশের

Published on:

Published on:

Fake notes in biscuit box at Sandeshkhali

বাংলা হান্ট ডেস্কঃ সাজানো রয়েছে একের পর এক বিস্কুটের পেটি। কিন্তু সেই পেটি খোলার পর যা বেরোলো, তাতে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষেরও, পুলিশেরও। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার সন্দেশখালির (Sandeshkhali) ধামাখালি। একটি গেস্ট হাউসের ভিতর থেকে উদ্ধার হল কোটি টাকার জালনোট (Fake Currency)। পেটিতে করে সাজিয়ে রাখা হয়েছিল সেই টাকা।

কীভাবে ফাঁস হল এই গোপন ছক?

স্থানীয়রা প্রথমে সন্দেহ করে বিস্কুটের পেটির অস্বাভাবিক জোগান দেখে। তৎক্ষণাৎ খবর যায় থানায়। পুলিশ এসে দেখে থরে থরে সাজানো টাকা। গোনার পরে জানা যায়, এখনও পর্যন্ত প্রায় ১০ কোটি টাকা (10 crore fake notes) উদ্ধার হয়েছে। টাকার গোনা শেষ হয়নি, আরও বাড়ার সম্ভাবনা।

ধৃত দুই ব্যক্তি, চলছে জেরা

ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে দু’জনকে, সিরাজুল মোল্লা (জীবনতলা) ও দেবব্রত চক্রবর্তী (মহেশতলা)। দু’জনকে জেরা করে চক্রের মূল নকশা খুঁজছে পুলিশ। প্রাথমিক অনুমান, ধামাখালির এই গেস্ট হাউস থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় এই জাল টাকা ছড়ানোর পরিকল্পনা ছিল।

সন্দেশখালির (Sandeshkhali) রাজনৈতিক উত্তাপের মধ্যে এই উদ্ধার

এই চাঞ্চল্যকর ঘটনা নতুন করে উত্তপ্ত করেছে সন্দেশখালির (Sandeshkhali) রাজনৈতিক আবহ। কারণ গত বছর এই এলাকার সরগরম ছিল নারী নির্যাতনের অভিযোগ ঘিরে। তৃণমূল (TMC) ও বিজেপি (BJP) একে অপরকে দোষারোপ করেছিল। এবার সেই জায়গা থেকেই এত বড় জালনোট চক্র উদ্ধার ঘিরে ফের আলোচনায় এই অঞ্চল।

Fake notes in biscuit box at Sandeshkhali

আরও পড়ুনঃ ২১ জুলাই শহরের রাস্তায় সমস্যায় পড়লেই মিলবে পুলিশি সাহায্য, তিনটে হেল্পলাইন নম্বর জানালেন মনোজ বর্মা

তল্লাশি চলছে, তদন্তে নজর কেন্দ্র-রাজ্য গোয়েন্দাদের

এই ঘটনার তদন্তে গোটা এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ । প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, এই জালনোট চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারও নজর রয়েছে এই ঘটনায়।