খাগরাগড় জাল নোট কাণ্ডের মূল চক্রীকে দেখা গেল তৃণমূলের মঞ্চে! ভাইরাল ছবি ঘিরে তুলকালাম

বাংলাহান্ট ডেস্ক : এবার বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট কান্ডে সরগরম বঙ্গ রাজনীতি। এবার এই কাণ্ডের মূল চক্রীর দেখা মিলল তৃণমূল নেতাদের পাশেই। এহেন ছবি প্রকাশ্যে আসতেই কার্যতই তুমুল শোরগোল রাজ্য রাজনীতিতে। এই ইস্যুতে ইতিমধ্যেই শাসক দলকে একহাত নিয়েছে বিজেপি।

সম্প্রতি প্রকাশ্যে আসে খাগড়াগড় জাল নোট কান্ডে ধৃত মূল চক্রী গোপাল সিংয়ের একটি ছবি। সেখানে রীতিমতো তৃণমূল নেতাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গোপালকে। যদিও ছবিটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট। প্রকাশ্যে আসা ছবিটিতে দেখে যাচ্ছে বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের একটি খো খো খেলা উপলক্ষ্যে মঞ্চে তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে রয়েছে জাল নোট কান্ডের মূল চক্রী।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার পূর্ব মাঠপাড়ায় অভিযান চালিয়ে একটি ঘর থেকে নকল নোট, নোট ছাপার মেশিন এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ৩ জনকে। তিন ধৃতদের মধ্যে গোপাল সিং এবং বিপুল সরকার বর্ধমানেরই বাসিন্দা। অপর এক ধৃত দীপঙ্কর চক্রবর্তীর বাড়ি দক্ষিণ ২৪ পরগণায়। এই কান্ডের পিছনে গোপাল সিংয়েরই মাথা ছিল বলে জানা গিয়েছে। সেই গোপাল সিংয়েরই দেখা মিলল তৃণমূল নেতৃত্বের সঙ্গে।

এহেন ঘটনার জেরে রাজ্যের শাসকদল বেশ অস্বস্তিতে পড়লেও সাফাই দিতে শোনা গিয়েছে তৃণমূলের বর্ধমান জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাসকে। তাঁর দাবি, ‘এখন সবাইই তৃণমূল। সুতরাং খেলার মাঠে আমাদের পাশে কে দাঁড়িয়ে থাকবে তা জানা আমাদের পক্ষে সম্ভব নয়।’ অন্যদিকে এই ইস্যুতে তৃণমূলকে তোপ দাগতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, ‘আমরা আগেই আশঙ্কা করেছিলাম যে তৃণমূল এর সঙ্গে যুক্ত আছে। সেটাই এখন সত্যি হল। খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডেও তৃণমূলের যোগ পাওয়া গিয়েছিল। তৃণমূলের মদতেই যে জাল নোটের কারখানা চলছিল এবার সেকথা প্রমাণ হয়েই গেল।’

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর