বাংলাহান্ট ডেস্ক: ফের ভুয়ো অ্যাকাউন্টের (fake profile) প্রতারণার জালে ফাঁসলেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী (raj chakraborty)। একটি জনপ্রিয় ডেটিং অ্যাপে (dating app) তাঁর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে চলছিল মেয়েদের প্রেমের জালে ফাঁসানোর কাজ। খবর পেতেই তড়িঘড়ি অনুরাগীদের সতর্ক করলেন রাজ।
জানা গিয়েছে, ‘ট্যানট্যান’ নামক ডেটিং অ্যাপে খোলা হয় রাজ চক্রবর্তীর নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট। শুধু তাই নয়, বিষয়টা আরও বিশ্বাসযোগ্য করে তুলতে অ্যাকাউন্টে লাগানো হয় ভেরিফায়েড ট্যাগ। স্বাভাবিক ভাবেই পরিচালকের মহিলা অনুরাগীদের মনোযোগ কাড়তে সক্ষম হয় ভুয়ো অ্যাকাউন্টটি।
শুরু হয় মেয়েদের সঙ্গে গল্প। আর ডেটিং অ্যাপ হওয়ার সুবাদে ‘রসালো’ গল্পও চলতে থাকে অবাধে। খবরটি জানতে পেরেই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সতর্ক করেন পরিচালক। ওই ভুয়ো অ্যাকাউন্টের সঙ্গে এক মহিলার কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে লেখেন, ‘Tantan নামক একটি ডেটিং অ্যাপে আমার একটি Verified Fake প্রোফাইল পাওয়া গেছে। ওটা আমি নই, এরকম অনেক প্রোফাইলও আছে চারিপাশে। আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের সচেতন করার চেষ্টা করি।’
অবশ্য রাজ চক্রবর্তীর নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে প্রতারণার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সোশ্যাল মিডিয়ায় পরিচালকের নামে ফেক অ্যাকাউন্ট খুলে ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার বদলে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন এক ব্যক্তি। কয়েক মাস আগেই ঘটেছিল এই ঘটনা।
দলের মধ্যেই অভিষেককে কোণঠাসা করছেন কে? সামনে বিস্ফোরক অভিযোগ…