ভুয়ো টিকা দেওয়ার আগে গায়ক ছিল দেবাঞ্জন, বানিয়েছিলেন একটি অ্যালবাম! রইল সেই ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কসবায় ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবকে (Debanjan Deb) নিয়ে প্রতিদিনই নানান চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তাঁকে নিয়ে তদন্ত করা অফিসাররাও তাঁর কীর্তি দেখে-শুনে তাজ্জব হয়ে যাচ্ছে। কখনও আইএএস অফিসার, কখনও শিশু শিল্পী আবার টিকা দেওয়া স্বাস্থ্য আধিকারিকের পর গুণধর দেবাঞ্জন দেবের আরও একটি গুণ সামনে এসেছে। তিনি একসময় গানও গাইতেন। হ্যাঁ! ঠিকই শুনেছেন। দেবাঞ্জন দেব প্রাক্তন গায়ক। ওনার একটি গানের অ্যালবামও রয়েছে। ‘মন পাখি” (Mon Pakhi) নামের ওই অ্যালবাম রিলিজের সময় জনপ্রিয়তা না পেলেও, এখন বেশ জনপ্রিয় হচ্ছে।

পড়াশোনা ছেড়ে দিয়ে গান গাওয়া শুরু করেছিল ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেব। মন পাখি নামের একটি আলব্যামও মুক্তি পায় তাঁর। কয়েকটি তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন তিনি। কিন্তু এসবের থেকে মোহমায়া উঠে গেলে অন্য পথে হাঁটা শুরু করে দেবাঞ্জন। সিনেমা, গান ছেড়ে আইএএস অফিসার হওয়া শখ জাগে তাঁর। আর সেই আইএএস অফিসার কাণ্ড নিয়ে সবাই অবগত আপনারা।

ভুয়ো টিকাকেন্দ্র চালানো ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জনকে নিয়ে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি। বিজেপির তরফ থেকে দেবাঞ্জন দেবের সঙ্গে তৃণমূলের বড়বড় নেতা-মন্ত্রীদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। গেরুয়া শিবির সরাসরি এই কাণ্ডের মধ্যে যে বড়সড় দুর্নীতি খুঁজছে, সেটা বলার অপেক্ষা রাখেনা আর।

মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ শান্তনু সেনের সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিজেপির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘ছবির ব্যক্তিটি হল দেবাঞ্জন দেব, ভুয়ো আইএস অফিসার এবং জাল ভ্যাকসিন কাণ্ডে গ্রেফতার ব্যক্তি। শাসক দল ও প্রশাসনের মদত না থাকলে এই জালিয়াতি ঘটানো সম্ভব? চাল ত্রিপলের পর এবার ভ্যাকসিন নিয়েও জালিয়াতি? মানুষের বিশ্বাসের এই মর্যাদা দিচ্ছে তৃণমূল!!”

উল্লেখ্য, বুধবার ওই ভুয়ো টিকাকেন্দ্র থেকে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সহ অনেকেই টিকা নেন। তাঁদের যে আসল টিকা দেওয়া হয়নি, এটা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। ভুয়ো টিকা নিয়ে সমস‍্যার শেষ নেই সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর।  করোনা টিকার নামে পেটের রোগের ওষুধ দেওয়া হয়েছে মানুষকে সেটা তিনি বুঝতে পেরে গিয়েছেন। ভুয়ো টিকা নিয়ে যদিও এখনো পর্যন্ত তাঁর তেমন কোনো শারীরিক সমস‍্যা হয়নি। তবুও ঝুঁকি নিতে চান না মিমি। চিকিৎসকের পরামর্শে আজ হাসপাতালে গিয়ে লিভার পরীক্ষা করানোর কথা ওনার। কসবার ওই ভুয়ো ভ‍্যাকসিনেশন সেন্টারে যারা যারাই টিকা নিয়েছেন তাদের সকলকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আবেদন জানিয়েছেন মিমি।

সম্পর্কিত খবর

X