অস্ট্রেলিয়ায় BCCI-এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ! টিম ইন্ডিয়া নিয়ে ছড়াল বড় গুজব, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া (Australia) পৌঁছেছে ভারতীয় দল। তবে, ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই সেখানকার মিডিয়া ভারতকে চাপ দিতে শুরু করেছে। আসলে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় পৌঁছনোর পর সেখানকার সংবাদপত্রগুলি এই সিরিজটিকে যুগের লড়াই বলে বর্ণনা করেছিল। এখন তারা BCCI-এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। আসলে, অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে যে, সফরকারী দল ক্রিকেট অনুরাগীদের জন্য প্র্যাকটিস সেশন বন্ধ রাখতে চায়। তাই সেই সময় নেট সেশন দেখা, ছবি তোলা এবং ড্রোন ওড়ানো নিষিদ্ধ। যদিও, BCCI এইসব অভিযোগকে মিথ্যে বলে অস্বীকার করেছে।

অস্ট্রেলিয়ায় (Australia) BCCI-এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ:

কি জানিয়েছে BCCI: সংবাদ সংস্থা PTI-এর রিপোর্ট অনুসারে, নাম প্রকাশ না করার শর্তে BCCI-এর উপস্থিত সূত্রগুলি প্রকাশ করেছে যে টিম ইন্ডিয়া বা ইন্ডিয়া এ কেউই এমন কোনও দাবি করেনি। তাদের মতে, প্র্যাকটিস সেশন সবার জন্য উন্মুক্ত। যেকোনও ক্রিকেট অনুরাগী সেখানে গিয়ে সেটি দেখতে পারেন। এর পাশাপাশি ভারতীয় ও অস্ট্রেলিয়ান (Australia) মিডিয়া ওই প্র্যাকটিস যত খুশি কভার করত পারে। ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।

False allegations against BCCI in Australia.

টিম ইন্ডিয়া নিয়ে গুজব ছড়ানো হয়েছিল: উল্লেখ্য যে, ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত WACA গ্রাউন্ডে পার্থ টেস্টের জন্য প্রস্তুত হবে ভারত ও ভারত এ। এই বিষয়ে, অস্ট্রেলিয়ান (Australia) মিডিয়া তাদের রিপোর্টে দাবি করেছিল যে ভারতীয় দলের ম্যানেজমেন্টের অনুরোধের পরে, পার্থের ওয়াকা স্টেডিয়াম মেরামতকারী কর্মীদের ইমেলের মাধ্যমে নির্দেশিকা জারি করা হয়। রিপোর্ট অনুসারে, সেই ইমেলটি ফাঁস হয়েছিল। সেখানে এটি প্রকাশিত হয়েছিল যে টিম ইন্ডিয়া তাদের ৬ দিনের সমস্ত অনুশীলন সেশন প্রাইভেট রাখতে চায়। যার ফলে শুধু ক্রিকেট অনুরাগীরাই নয়, সেখানে কর্মরত ব্যক্তিদেরও নেট সেশন দেখা ও রেকর্ড করতে নিষেধ করা হয় এবং এর জন্য কঠোর নির্দেশও দেওয়া হয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরেও দাপট আম্বানির! ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্বের ১০০ জন “পাওয়ারফুল” ব্যক্তির তালিকায় হলেন সামিল

টিম ইন্ডিয়ার পরিকল্পনা: প্রথমে ভারতীয় দল এবং ভারত এ-এর মধ্যে প্রথম তিন দিনের ম্যাচটি পার্থে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু, পরে ভারত তা বাতিল করে দেয়। এখন টিম ইন্ডিয়া সেন্টার উইকেটে অনুশীলন করার পরিকল্পনা করেছে। যেখানে ব্যাটাররা ম্যাচের মতো ব্যাট করতে পারবেন। বোলাররা সেখানে তাঁদের বল করবেন।

আরও পড়ুন: মানসিক সমস্যার সম্মুখীন কিলিয়ান এমবাপে! কমছে জনপ্রিয়তাও, কেরিয়ারে নেমে আসবে অন্ধকার?

রিপোর্টে বলা হয়েছে, এর জন্য দু’টি দল গঠন করা হবে। যার একটিতে ব্যাটার এবং অন্যটিতে বোলার থাকবেন। তাঁরা সবাই সেন্টার উইকেটে অনুশীলন করবেন। যদিও, ম্যানেজমেন্ট চায় মহম্মদ সিরাজ বা আকাশ দীপ বিরাট কোহলি ও ঋষভ পন্থকে বল করুন। কারণ, ভারতীয় দল করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েও একইভাবে অনুশীলন করত।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর