অমানবিক চিত্রঃ হাতে অক্সিজেন সিলিন্ডার এবং শিশু কন্যাকে নিয়ে ঘুরে বেরাল পরিবার

বাংলাহান্ট ডেস্কঃ বিহারের (bihar) সমস্তীপুর (Samastipur) থেকে আবারও চিকিৎসাখাতে অব্যবস্থার চিত্র ফুটে উঠল। সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসা এক শিশু কন্যাকে কোলে নিয়েই পরিবারের লোকজনকে অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়ে ঘুরে বেড়াতে হল।

বিহারের মোরওয়া ব্লকের এক বাসিন্দা তাঁর কন্যা সন্তানের চিকিৎসার জন্য সদর হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু সেখানে কোন স্বাস্থ্যকর্মীকে তাঁরা দেখতে পান না। এমনকি স্লিপ করার জন্য হাসপাতালের অফিসের জানলায় গিয়েও কাউকে তাঁরা দেখতে পায় না। কোন ডিউটিরত নার্স বা চিকিৎসাকর্মী কেউই সেখানে তখন উপস্থিত ছিলেন না।

barasat hospital

অবশেষে তাঁরা নিরুপায় হয়ে বাচ্চাটির বাবা অক্সিজেন সিলিন্ডার হাতে নিয়েই ঘুরতে থাকেন। আর অন্যদিকে শিশু কন্যাটিকে তাঁর মা কোলে নিয়েই হাসপাতালের মধ্যে ঘুরে বেড়ান। একটাও স্ট্রেচার না পেয়ে, তাঁরা শিশুটিকে এভাবেই নিয়ে ঘুরে বেড়ায় হাসপাতাল চত্ত্বরে।

বিহার সরকার হাসপাতাল পরিষেবা উন্নতির কথা বললেও, এভাবেই হাসপাতালগুলোর কঙ্গালসার অবস্থা ফুটে উঠছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর