ফের বড় ক্ষতি বলিউডে, প্রয়াত হলেন প্রখ‍্যাত কোরিওগ্রাফার সরোজ খান

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) ফের এক নক্ষত্রপতন। প্রয়াত হলেন প্রখ‍্যাত কোরিওগ্রাফার (choreographer) সরোজ খান (saroj khan)। শ্বাসকষ্টের দরুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। সেখানেই বৃহস্পতিবার রাত ১:৫২ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সরোজ খান। কার্ডিয়াক অ্যারেস্টে মৃত‍্যু হয় তাঁর। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
জানা গিয়েছে, কিছুদিন আগেই করোনা পরীক্ষা করা হয়েছিল সরোজ খান। তবে নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। ২০ জুন শ্বাসকষ্টের সমস‍্যা দেখা দেওয়ায় মুম্বইয়ের গুরুনানক হাসপাতালে ভর্তি করা হয় সরোজ খানকে। প্রথমে সুস্থ হওয়ার লক্ষণও দেখা যাচ্ছিল তাঁর মধ‍্যে। কিন্তু হঠাৎ করেই গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আজ মালাডের মানবানীতে শেষকৃত‍্য সম্পন্ন হবে সরোজ খানের।

images 2020 07 03T084717.643
সরোজ খানের আসল নাম ছিল নির্মলা নাগপাল। দেশভাগের পর তাঁর পরিবার পাকিস্তান থেকে ভারতে আসেন। মাত্র তিন বছর বয়স থেকেই সিনেমায় শিশুশিল্পী হিসাবে কাজ শুরু করেন সরোজ। তাঁর প্রথম ছবি নজরানা। ৫০ এর দশকে ব‍্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে ছবিতে কাজ শুরু করেন তিনি। বি সোহনলালের কাছে নাচের প্রশিক্ষণ নিয়েছিলেন সরোজ।
১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি গীতা মেরা নাম থেকেই স্বতন্ত্র ভাবে কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন সরোজ খান। শতাধিক ছবিতে কোরিওগ্রাফি করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ‍্য ছবিগুলির মধ‍্যে অন‍্যতম মিস্টার ইন্ডিয়া, চাঁদনি, তেজাব, নাগিনা, থানেদার প্রমুখ। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী সহ বহু বলিউড তারকাকে নাচ শিখিয়েছিলেন সরোজ খান।
মাত্র ১৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে বি সোহনলালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সরোজ। সোহনলালের সঙ্গে তাঁর বয়সের মধ‍্যে ৩০ বছরের পার্থক‍্য ছিল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন তিনি। তাঁর দুই সন্তান রয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর