বাংলাহান্ট ডেস্ক : যত সময় গেছে ততই উন্নত হয়েছে প্রযুক্তি। আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা মুহূর্তে এখন বিজ্ঞানের ছোঁয়া। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত, ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য ছাড়া আমাদের এক মুহূর্তও চলাও অসম্ভব। জীবনের প্রতিটা ক্ষেত্রে এই ধরনের পণ্যগুলি আমাদের অঙ্গ হয়ে উঠেছে।
অনেকেই রয়েছেন যারা মাঝেমধ্যেই বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল পণ্য কিনে থাকেন। আপনি কি এই মাসে এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, পাম্প-সহ ইলেকট্রনিক পণ্য কেনার মনস্থির করেছেন? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ইলেকট্রনিক্স গেজেট সম্পর্কে বড় খবর উঠে আসছে।
আরোও পড়ুন : বাড়ছে ভাড়া, আচমকাই বড় সিদ্ধান্ত রেলের! প্রভাব পড়বে জনতার উপর
ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতে (India) একাধিক ইলেকট্রনিক গেজেটসের দাম বৃদ্ধি পেতে চলেছে জুন মাস থেকে। এই প্রতিবেদন দাবি করছে, পণ্যগুলির দাম দুই থেকে পাঁচ শতাংশ বৃদ্ধি পেতে পারে। সাম্প্রতিক অতীতে দাম বৃদ্ধি পেয়েছে তামা ও অ্যালুমিনিয়ামের। যার জেরে এই ধরনের পণ্যগুলির দাম বাড়তে পারে। সূত্রের খবর, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স-এর দাম জুন মাস থেকেই বৃদ্ধি পেতে পারে।
তামার তারের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই পণ্যগুলির দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি। জানা যাচ্ছে, একাধিক পণ্যের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে ইলেকট্রনিক গেজেটস প্রস্তুতকারক সংস্থাগুলি। কিছু সংস্থা জুলাই মাস থেকে বৃদ্ধি করতে পারে তাদের পণ্যের দাম। তবে মনে করা হচ্ছে অধিকাংশ সংস্থাই জুন মাস থেকেই বৃদ্ধি করে দেবে গেজেটসের দামগুলি।