বাংলা হান্ট নিউজ ডেস্ক: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের শেষ ওডিআই ম্যাচে সোমবার ভারতীয় দল বেশ কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ওভারে গিয়ে ১৩ রানে জয় পায় ভারতীয় দল। এই জয়ের ফলে পরপর চারটি ওডিআই সিরিজে ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে ক্লিন সুইপ করেছে, যা একটি রেকর্ড।
এই সিরিজে নিজের প্রথম ওডিআই শতরান পেয়েছেন শুভমান গিল। তিনি ছিলেন তৃতীয় ম্যাচ তথা পুরো সিরিজের সেরা ভারতীয় ব্যাটার। ফলস্বরূপ তিনি কালকের ম্যাচের এবং সিরিজের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন। গোটা সিরিজে একটি অর্ধশতরান ও শতরান সহ ২৪৫ রান করেন শুভমান গিল। তাকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তারকা ওপেনার ও এই সিরিজে ভারতের সহ-অধিনায়ক শিখর ধাওয়ান। একটি অর্ধশতরান সহ তিনি গোটা সিরিজে ১৫৪ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন।
গোটা বিশ্বজুড়ে শিখর ধাওয়ানের অসংখ্য ভক্ত রয়েছে। জিম্বাবোয়েতেও এমনই এক ভক্তকে ম্যাচ চলাকালীনই শিখর ধাওয়ানের কাছে জার্সি চাইতে দেখা গিয়েছে। এরপরে ধাওয়ানও এর উত্তরে একটি মজার কান্ড করেন। এই ঘটনার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ভারতীয় ইনিংসের ২৭তম ওভারে ঘটনাটি ঘটেছে। তখন ধাওয়ান আউট হয়ে ফিরে দলের সাথে খেলা দেখছিলেন, তখনই ক্যামেরায় এক ভক্তকে দেখা যায়, যার হাতে একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শিখর ধাওয়ান আমি কি আপনার শার্ট নিতে পারি?’
|
P.S: Watch till the end for @SDhawan25‘s hilarious reaction #ShikharDhawan #ZIMvIND #TeamIndia #SirfSonyPeDikhega pic.twitter.com/1Oz4MUAfxY
— Sony Sports Network (@SonySportsNetwk) August 22, 2022
এই দৃশ্য দেখে ধাওয়ান ডাগআউটে বসে নিজের টি-শার্ট খোলার উপক্রম করেন। তবে সেটি ছিল নিছকই মজার ছলে করা একটি কাজ। আসলে ধাওয়ান কোনও এক অজ্ঞাত কারণে এই ম্যাচে নিজের জার্সিই পরেননি। সতীর্থ শার্দুল ঠাকুরের জার্সি পরে মাঠে নামেন তিনি। সেই জার্সি পরেই ব্যাট করতে নেমে তিনি ৪০ রান করে আউট হন।