চোখে সানগ্লাস, মাথায় হেলমেট! ছাদনাতলায় অভিনব সাজ বর-কনে, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও মানেই তাতে এমন কিছু “কন্টেন্ট” থাকবে যা আর পাঁচটা ঘটনার থেকে সম্পূর্ণ ভাবে আলাদা হয়। আর সেইসব ভিডিও দেখতেও পছন্দ করেন নেটিজেনরা। পাশাপাশি, অগুণতি শেয়ারের মাধ্যমে তা পৌঁছে যায় সকলের কাছেই।

নেটমাধ্যমে প্রায়সই আমরা বিভিন্ন আচার-অনুষ্ঠানের ভাইরাল হওয়া ভিডিওগুলিও দেখি। যেগুলির মধ্যে সবার প্রথমে স্থান পায় বিয়ে সংক্রান্ত নানান ভিডিও। কখনও বিয়ের মণ্ডপে বরের নাচ, আবার কখনও বিয়ের পরেই বর-কনের লড়াই! ইতিমধ্যে ভাইরাল হওয়ার সুবাদে এই সমস্ত কিছুই দেখে নিয়েছি আমরা। কিন্তু, বর্তমানে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে সকলের।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছাদনাতলাতে মাথায় হেলমেট এবং চোখে সানগ্লাস পরে অদ্ভুত সাজে বসে আছেন বর-কনে। আর এই দৃশ্য দেখেই চমকে গিয়েছেন নেটাগরিকরা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, হোম চলাকালীন পুরুত মশাই ব্যস্ত রয়েছেন মন্ত্র পড়তে। ওদিকে, হোম থেকে নির্গত ধোঁয়ার হাত থেকে বাঁচতে হেলমেট পরে নিয়েছেন বিয়েতে উপস্থিত বর। এখানেই শেষ নয়, ধোঁয়া থেকে মুক্তি পেতে চোখে সানগ্লাস নিয়েছেন কনেও।

এদিকে, ফেসবুকে পোস্ট করা এই ভিডিই ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে। এখনও পর্যন্ত সাড়ে পাঁচ হাজারেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। পাল্লা দিয়ে বাড়ছে শেয়ারের সংখ্যাও। পাশাপাশি, ভিডিওটি দেখে প্রতিক্রিয়াও দিচ্ছেন নেটিজেনরা।

বিয়ের মণ্ডপে বর-কনের এমন সাজ যে সত্যিই বিরল তা একবাক্যে স্বীকার করে নিচ্ছেন সবাই। এছাড়াও, ধোয়াঁর হাত থেকে বাঁচতে তাঁরা যেভাবে উপস্থিত বুদ্ধির ব্যবহার করেছেন তার প্রশংসা করেছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর