অবসরের পর অভিনব উদ্দ্যোগ! জম্মু-কাশ্মীরের দুঃস্থ শিশুদের ক্রিকেট শিখাতে চান সুরেশ রায়না

বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যা বেলায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসর গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নাও। তবে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার জীবনের পরবর্তী ইনিংসে কি করতে চান রায়না? সেই ব্যাপারেও পরিষ্কার করে জানিয়ে দিলেন প্রাক্তন এই বাঁহাতি ভারতীয় তারকা।

অবশ্য সেই ব্যাপারেও পরিকল্পনা সেরে ফেলেছেন সুরেশ রায়না। রায়না জানালেন ক্রিকেট ছাড়ার পরেও তিনি ভারতীয় ক্রিকেটের উন্নতিতে নিজেকে নিমোজিত করবেন। আর এর জন্য তিনি বেছে নিয়েছেন জম্মু ও কাশ্মীর কে।

153599562bc77dbf63d49953d4678b72ec1b56f0cfd48703ce0bb21de1c869b42bc7e90ff

ভারতের অন্যান্য রাজ্যের কিংবা এলাকার থেকে ভূস্বর্গ অর্থাৎ জম্বু ও কাশ্মীর অঞ্চল থেকে ক্রিকেটার হয়ে ওঠার চ্যালেঞ্জটা বেশ কঠিন। সেখান থেকে খুব কম ক্রিকেটারেরই জাতীয় দলের জার্সি পরার সৌভাগ্য হয়েছে। এর পেছনে রয়েছে নানান কারণ। রাজনৈতিক হতে পারে সামাজিক হতে পারে, নানান কারণের জন্য সেখানকার যুবকরা ক্রিকেট খেলার সঠিক প্রশিক্ষণ পান না। আর সেই কারণেই সমস্ত দিক মাথায় রেখে সুরেশ রায়না চান জম্মু ও কাশ্মীর রাজ্যের তরুণ প্রতিভাদের সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের ক্রিকেটার গড়ে তুলতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর