live Faniগোসাবা নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে

Published On:

BanglaHunt ,গোসাবা ঃ ফণীর তাণ্ডবে সুন্দরবনের নদী বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে গ্রামে ।   ঘটনাটি ঘটেছে গোসাবার বিপ্রদাসপুর গ্রামে। সকালে  স্থানীয় কয়েজন বাসিন্দা তারা দেখতে পায় যে নদীর বাঁধ ভেঙে আস্তে আস্তে নোনা জল ঢুকছে গ্রামে ।  রাতে  নদীর জলের ঢেউ  উত্তাল হয়ে যাওয়ার  কারণে প্রায় ২০০ ফুট  বাঁধ ভেঙে যায়।

তারপরে প্রশাসনের উপরে ভরসা  না করেই গ্রামবাসীরা নিজেরাই বাধ  সারানোর  কাজে হাত লাগায়। গ্রামের মহিলা থেকে পুরুষ সবাই আসে এই বাঁধ সারাতে ।তাদের মনে ভয়ের আতঙ্ক তৈরি হয় যে, যে কোন সময় এই ভাঙ্গা বাঁধ অল্প থেকে বড় আকৃতি  হয়ে নোনা  জল ঢুকে গেলে গ্রামে প্রচুর ক্ষতি হবে।

তাই তারা নিজেরা হাত লাগিয়ে বাঁধ সারানোর  কাজ শুরু করে।

সম্পর্কিত খবর

X