LiVE FANiজানেন কি কেন এই ঘূর্ণিঝড়ের নাম হলো ফণী?

বাংলা হান্ট ডেস্কঃ উড়িষ্যা উপকূলে আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।এর প্রভাব পড়েছে আরও অনেক জায়গায়। বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপটের সাক্ষী হয়ে রয়েছে সকলে। কিন্তু জানেন কি কেন এই ঘূর্ণিঝড়ের নাম হলো ফনী!

এই ঘূর্ণিঝড়ের নাম ফণী দিয়েছে বাংলাদেশ। বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি প্রত্যেক টি ঝড়ের নামকরণ করে থাকে। ভারত ওবাংলাদেশ সহ আরও আটটি দেশ মিলে প্রত্যেকটি ঝড়ের নামকরণ ঠিক করে। ভারতের প্রস্তাব অনুযায়ী পরের ঝড়টির নাম হবে বায়ু।

এছাড়াও এই তালিকার নাম রয়েছে আরও ৬টি ঝড়ের।

1357d screenshot 20190503 130358সেই নাম গুলি হল কায়ার, মাহা, বুলবুল, পবন, এবং আম্ফান। তাহলে কিভাবে এই ঝড়ের নামকরণের উৎপত্তি হয় তা নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন।


সম্পর্কিত খবর