ঠিক যেন অমিতাভ-জয়া, রুদ্র-নীপার বিয়ে হতেই আত্মহারা অনুরাগীরা, দেখুন সব ছবি

বাংলাহান্ট ডেস্ক: মোদক বাড়ি এখন বিয়েবাড়ি। রুদ্র (Rudra) আর নীপার (Nipa) বহু প্রতীক্ষিত বিয়ে হয়েছে অবশেষে। সেই কবে দাদাভাই সিডের বন্ধু রুদ্রর প্রেমে পড়েছিল নীপা। দুজনের বয়সের ফারাক অনেক। তার উপর আবার রুদ্র দোর্দন্ডপ্রতাপ পুলিস অফিসার। সবাই এক রকম ধরেই নিয়েছিল, এ সম্পর্ক সম্ভবই নয়। কিন্তু নীপা হাল ছাড়েনি।

কখনো রুদ্রদার মন পেতে বক্সিং প্র‍্যাকটিস করেছে, কখনো নকল বন্দুক নিয়ে পৌঁছে গিয়েছে অ্যাকশনের জায়গায়। এমনকি হুইল চেয়ারে বসে প্রোপোজ পর্যন্ত করেছে রুদ্রদাকে। অনেক কাঠখড় পোড়ানোর পর পালিয়ে বিয়ে করেছে দুজন। এখানেও মদত দিয়েছে মিঠাই আর হল্লা পার্টি।

Mithai Rudra
বিয়ের দিনেও সমস‍্যা। নীপা যতক্ষণে সেজেগুজে বিয়ে করতে এসেছে, ততক্ষণে দুষ্কৃতী ধ‍রতে পুলিসি অবতারে রুদ্র। শেষমেষ অ্যাকশন শেষ করে গুদাম ঘরে বিয়ে করেছেন দুজনে। সে বিয়ে যে ভাবেই হোক না কেন, ‘রুদ্রিপা’কে এক হতে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

সংবাদ মাধ‍্যমকে রুদ্র ওরফে ফাহিম মির্জা বলেন, পালিয়ে বিয়ে হয়েছে বলে জাঁকজমট করা যায়নি। তবে রিসেপশনে নিশ্চয়ই আড়ম্বর হবে। তার আগে নীপার মাকে মেয়ের বিয়েটা মেনে নিতে হবে। পর্দার বিয়ে হলেও ছবি, রিল ভিডিও তৈরিতে কোনো খামতি রাখেননি নীপা ওরফে ঐন্দ্রিলা সাহা।

https://www.instagram.com/p/CgQw9BmBniR/?igshid=YmMyMTA2M2Y=

পানপাতায় মুখ ঢেকে রীতিমতো নাচতে নাচতে বিয়ে করতে এসেছে নীপা। তবে এখনি হানিমুনে যাওয়ার ইচ্ছা নেই তাঁর। কারণ করোনা আবার বাড়ছে। এখন বাইরে ঘুরতে যাওয়ার বদলে বরং হল্লা পার্টির সঙ্গে বাড়িতেই হল্লা করা ভাল। রুদ্রিপার মিলন হতে খুশি রুদ্রদার প্রাক্তন ক্রাশ ধারাও।

https://www.instagram.com/p/CgPI6uBsLHt/?igshid=YmMyMTA2M2Y=

অভিনেত্রী অর্কজা আচার্য অবশ‍্য বিদায় নিয়েছেন মিঠাই থেকে। তবে তিনি জানান, ধারা চরিত্রটির এনট্রি হয়েছিল নীপা আর রুদ্রর মিলনটা করানোর জন‍্যই। তিনি এখন অন‍্য সিরিয়ালে ব‍্যস্ত। দূর থেকেই নবদম্পতিকে শুভেচ্ছা পাঠিয়েছেন ধারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর