১৪ বছর বয়সেই খ্যাতির শীর্ষে! বৈভব সূর্যবংশীর সঙ্গে সাক্ষাতের জন্য ২ কিশোরী যা করল…

Published on:

Published on:

Fans of Vaibhav Suryavanshi surprised everyone.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৪ বছর বয়সে তাঁর অনুরাগীদের মন জয় করেছে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে বৈভব প্রতিনিয়ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। IPL-এ ঝড় তোলার পর সম্প্রতি ভারত অনূর্ধ্ব-১৯ এবং ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ যুব সিরিজেও সে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। ৫ ম্যাচের সিরিজে বৈভব ৩৫৫ রান করে। এদিকে, চতুর্থ ODI-তে বৈভব ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে। সেই সময়ে, তিনি মাত্র ৫২ বলে অনূর্ধ্ব-১৯ ODI ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি করে। পাশাপাশি, বৈভব পাকিস্তানের কামরান গোলামের রেকর্ডও ভেঙে দেয়।

ক্রমশ অনুরাগীর সংখ্যা বাড়ছে বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi):

বৈভবের প্রতি অনুরাগীদের উন্মাদনা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে বৈভবের (Vaibhav Suryavanshi) জনপ্রিয়তা কেবল ভারতেই নয়, বরং UK-তেও ছড়িয়ে পড়েছে। তাকে দেখার জন্য দূর-দূরান্ত থেকে ক্রিকেট অনুরাগীরা স্টেডিয়ামে আসছেন। ওরচেস্টারে চতুর্থ এবং পঞ্চম ODI-তে বৈভবের সাথে দেখা করার জন্য আনিয়া এবং রিভা নামে ২ কিশোরী ৬ ঘন্টা সফরে করে। তারা দু’জনেই রাজস্থান রয়্যালসের জার্সি পরে ছিল এবং বৈভবের সঙ্গে ছবিও তোলে।


এদিকে, ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস সোশ্যাল মিডিয়ায় ওই ছবিটি শেয়ার করেছে। পাশাপাশি, ক্যাপশনে লেখা হয়েছে, “আমাদের যে সেরা অনুরাগী আছে তার প্রমাণ।” উল্লেখ্য যে, বৈভব ওই দুই অনুরাগী ৬ ঘন্টা গাড়ি চালিয়ে ওরচেস্টারে পৌঁছন বলেও জানা গিয়েছে। তারা বৈভব (Vaibhav Suryavanshi) এবং টিম ইন্ডিয়ার জন্য “চিয়ার” করে। আনিয়া এবং রিভা বৈভবের সমবয়সী। ওই দিনটি তাদের জন্য স্মরণীয় ছিল।

আরও পড়ুন: “ট্রান্সফার করিয়ে দেব”, সরকারি হাসপাতালে কাঞ্চনের “দাদাগিরি”, প্রশ্নের মুখে তৃণমূল বিধায়ক

ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, বৈভবের (Vaibhav Suryavanshi) দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে। শেষ ম্যাচটি ছাড়া, প্রতিটি ম্যাচেই বৈভব দলকে দ্রুত শুরু এনে দিয়েছে এবং ইংরেজ বোলারদের নিজের দাপট দেখিয়েছে।

আরও পড়ুন: তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় ওড়িশায় মৃত যুবক! তদন্ত শুরু করল পুলিশ

বৈভব সূর্যবংশী IPL ২০২৫ থেকেই আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি মাত্র ১৩ বছর বয়সে IPL দলের সাথে চুক্তিবদ্ধ হওয়া সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়। তাকে রাজস্থান রয়্যালস ১.১ কোটি টাকায় কিনেছিল। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে T20 ক্রিকেটে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরিও করে বৈভব (Vaibhav Suryavanshi)। পাশাপাশি, এটি IPL-এ যেকোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি হিসেবেও বিবেচিত হচ্ছে।