বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপের (2023 ODI World Cup) স্কোয়াড, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড এবং আজ থেকে আরম্ভ হওয়া এশিয়ান গেমসের স্কোয়াড বিসিসিআই (BCCI) ঘোষণা করে দিয়েছে অনেক আগেই। দলের তারকা ক্রিকেটারদের পক্ষে এতগুলি টুর্নামেন্ট পরপর খেলে যাওয়া সম্ভব নয়। তাই বেশ কিছু তরুণ ক্রিকেটার বা অনভিজ্ঞ ক্রিকেটার ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাচ্ছেন এই পরিস্থিতির কারণে।
কিন্তু সঞ্জু স্যামসন বা শিখর ধাওয়ানের মতো তারকা যাদের ওডিআই ফরম্যাটে যোগ্যতা নিয়ে কারোর সন্দেহ নেই তারা বর্তমানে সম্পূর্ণ উপেক্ষিত বিসিসিআইয়ের দ্বারা। গত দশকে ভারতীয় দল যে কয়েকটি ওডিআই সিরিজে অংশগ্রহণ করেছিল তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাট হাতে ভারতের হিরো হয়েছিলেন ধাওয়ান। কিন্তু শেষ কয়েক মাসে তাকে অনেকে মনে করছে পরিকল্পিতভাবে ভারতীয় দলের ধারে কাছে আসতে দেওয়া হয়নি। তার জায়গার শুভমান গিল বা ঈশান কিষানকে গড়ে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তারা এখনো সেই অভিজ্ঞতা অর্জন করে উঠতে পারিনি, যা ভারতকে সাহায্য করতে পারে বড় ম্যাচগুলোতে।
অপরদিকে রয়েছেন সঞ্জু স্যামসন! শিখর ধাওয়ান যেমন ব্যাপারটা অনেকটাই মেনে নিয়েছেন, ততটা উদার সঞ্জু হতে পারেননি। তার বয়স তুলনামূলকভাবে অনেক কম। ২০১৫ সাল থেকে তিনি ভারতীয় দলের আশেপাশে রয়েছেন। কিন্তু নিজেকে নিয়মিত করতে পারেননি। সাম্প্রতিক অতীতে মনে রাখার মত কিছু পারফরম্যান্স তিনি ওডিআই ফরম্যাটে করেছেন। কিন্তু তাও বিশ্বকাপ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে তিনি জায়গা পাননি। এশিয়া কাপে তিনি ব্যাকআপ হিসেবে উড়ে গিয়েছিলেন বটে কিন্তু টুর্নামেন্টের মাঝপথেই তাকে ভারতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ইতিহাসের পাতায় নাম লেখাবেন গিল! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই টপকে যাবেন কোহলিকে
তাদের আর দলের সুযোগ দেওয়া হচ্ছে না ঠিকই কিন্তু ভারতীয় স্কোয়াডে এমন কিছু তারকা রয়েছেন যারা ওডিআই ফরম্যাটের জন্য একেবারেই উপযুক্ত নন। উদাহরণ হিসেবে সূর্যকুমার যাদবের কথা ধরা যেতে পারে। অনেকের মতে চূড়ান্ত অযোগ্য হওয়া সত্ত্বেও তাকে ক্রমাগত সুযোগ দেওয়া চলেছে কারণ তিনি আইপিএলে দলের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স দলে খেলেন।
আরও পড়ুন: BCCI-কে ভরসা দিলো রোহিতের ভারত! এই ৩ তারকার পারফরম্যান্স ঘরের মাটিতে জেতাবে ODI বিশ্বকাপ
রাহুল দ্রাবিড় এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ২৭ ম্যাচ খেলে মাত্র ৫০০-র কিছু বেশি রান করা সূর্যকুমার যাদবকে তারা সম্পূর্ণ ভরসা করছেন। সিরিজের প্রথম দুই ম্যাচে যখন অনেক সিনিয়র ক্রিকেটার টাউন উপস্থিত থাকবেন তখন তিনি টানা সুযোগ পাবেন। কারণ গোটা দল বিশ্বাস করেন যে আরও সুযোগ পেলে সূর্যকুমার টি-টোয়েন্টির মতো ওডিআই ফরম্যাটেও নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। কিন্তু তাতে তো অনেক যোগ্য ক্রিকেটার বঞ্চিত হচ্ছেন! সেই বিষয়ে অবশ্য মুখ খুলতে চায়নি ভারতীয় কোচ। ভারতীয় ভক্তরা আশা করছেন যাতে এমন কোনও পরিস্থিতি যাতে না আসে যেখানে কোন ক্রিকেটারের চোটের কারণে সূর্যকুমারকেই মূল টুর্নামেন্টে সুযোগ দিতে হয় এবং সেই ম্যাচে তার খারাপ ব্যাটিংয়ের কারণে ভারতীয় দলকে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে হেনস্থার শিকার হতে হয়।