বনধে পুলিশ আধিকারিকের উপর দামি গাড়ি চালিয়ে দিলেন কৃষক নেতা, গ্রেফতার অভিযুক্ত

বাংলা হান্ট ডেস্কঃ কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে ভারত বন্ধ ডেকেছিল। বিকেল ৪টে পর্যন্ত ডাকা এই ভারত বন্ধ বর্তমানে শেষ হয়েছে। বিক্ষোভকারী কৃষকরা এই বন্ধে কেন্দ্র সরকারের কাছে তিনটি কৃষি আইন রদ করার দাবি তোলে। আর এরই মধ্যে কর্ণাটকের ব্যাঙ্গালুরুর এক কৃষক নেতা তাঁর দামি গাড়ি পুলিশের ডিসিপির উপর চালিয়ে বিতর্কে উঠে এসেছেন। যদিও, বড়সড় দুর্ঘটনা ঘটার আগেই অন্য পুলিশকর্মীরা ডিসিপির পা গাড়ির চাকা থেকে টেনে বের করে পুলিশ অফিসারকে বিপদ থেকে বাঁচিয়েছেন।

ব্যাঙ্গালুরুতে হওয়া এই ঘটনায় পুলিশের ডিসিপি ধর্মেন্দ্র কুমার মিনা সামান্য আহত হয়েছে। ডিসিপি আর অন্য পুলিশকর্মীরা যখন রাস্তায় দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছিলেন আর কৃষকদের শহরে ঢোকার আগেই রুখে দিচ্ছিলেন, তখন একটি গাড়ি শহরে ঢোকার চেষ্টা করছিল।

ঘটনাস্থলে থাকা অন্য আধিকারিক গাড়িটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তখনই গাড়ির চালক ডিসিপি ধর্মেন্দ্র কুমারের উপরেই গাড়ি চালিয়ে দেয়। ডিসিপির পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁকে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়।

এই ঘটনার পর পুলিশ গাড়ি বাজেয়াপ্ত করে নেয় আর চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। উল্লেখ্য, কৃষকরা সোমবার ১০ ঘণ্টার ভারত বন্ধ ডেকেছিল। আর এই গোটা দেশেই এই বন্ধের মিশ্র প্রভাব দেখা দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর