কৃষক আন্দোলনঃ মুম্বাইতে আজ মুকেশ আম্বানির বাড়ি ঘেরাও করবে কৃষকরা

বাংলাহান্ট ডেস্কঃ জাতীয় কৃষক সংগঠনের নেতৃত্বে মঙ্গলবার মুম্বাইয়ের শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়ি ঘেরার পরিকল্পনা করেছে কৃষক সংগঠন। সেইসঙ্গে কৃষকরা তাদের সমস্যার কথা জানিয়ে কর্পোরেট সংস্থাকে তাদের বিষয়ে হস্তক্ষেপ না করার অনুরোধ করবেন। জানা গিয়েছে, এই বিষয়ে মুকেশ আম্বানির সাথে আলোচনার কারণেই এই কর্মসূচী।

মুকেশ আম্বানিকে অনুরোধ করবেন কৃষকরা
সূত্রের খবর, জাতীয় কিষাণ মজদুর সংস্থার সভাপতি জানিয়েছেন মুম্বাইয়ের তাঁর সহকর্মী নেতা রাজু শেট্টির নেতৃত্বেই এই অবরোধের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভিএম সিং জানিয়েছেন, নতুন কৃষি আইন (agricultural bill) কৃষকদের পক্ষে নয়। তাই কৃষকরা মুকেশ আম্বানিকে অনুরোধ করবেন, কর্পোরেট সংস্থা যেন এই আন্দোলনের মধ্যে না থাকে।

navjivanindia 2020 07 0fa8bc46 b63c 4e61 b9a6 5bf41db7ff45 Punjab Farmers Protests

কৃষকরা কৃষি আইনের বিপক্ষে রয়েছে
ভিএম সিং আরও জানিয়েছেন, সরকার যেন কৃষকদের এই কর্মসূচী মাঝপথে থামিয়ে না দেয়। সেইসঙ্গে তারা মুকেশ আম্বানিকে অনুরোধ করবেন, তিনি যেন সরকারকে বোঝান এই আইন প্রত্যাহার করে নিতে। কারণে কৃষকরা একদমই খুশি নয় এবং এই আইন কৃষকদের বিপক্ষে রয়েছে।

সরকারকে হুঁশিয়ারিও দিয়েছে কৃষক সংগঠন
ভিএম সিং এখানেই থামেননি, সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যেন কোনভাবেই কৃষকদের এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝে বাঁধা হয়ে না দাঁড়ায়। কৃষকরা ৪-৪০০ কিমি অতিক্রম করে এই আন্দোলনে সামিল হচ্ছে। তাদের শান্তিপূর্ণ ভাবে এই আন্দোলন না চালাতে দিলে, যেখানেই কৃষকদের থামিয়ে দেওয়া হবে, সেখানেই গাজীপুরের মত ঝামেলা শুরু করা হবে। কৃষকরা সেখানেই আন্দোলন করে থাকতে শুরু করবে।


Smita Hari

সম্পর্কিত খবর