বাংলা হান্ট ডেস্কঃ লক্ষ্যে অবিচল থাকলে, মানুষ যে কোন অসাধ্য সাধন করে দেখাতে পারে। আর এই বিষয়ের প্রমাণ আর একবার হয়ে গেল। প্রমান করে দেখাল তামিলনাড়ুর (Tamil Nadu) একটি মেয়ে। মাত্র ১৭ বছর বয়সেই শিকাগো বিশ্ববিদ্যালয় (university of chicago) থেকে পেল ৩ কোটি টাকার স্কলারশিপ।
তামিলনাড়ুর ইরোড জেলার কাসিপালায়ম গ্রামের বাসিন্দা স্বেগা স্বামীনাথনের (swega saminathan) বাবা পেশায় একজন কৃষক। বাবা পেশায় কৃষক হলেও, নিজের উচ্চাকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রেখেছিল স্বেগা স্বামীনাথন। আর তার জোরেই আমেরিকার এক প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পেল ৩ কোটি টাকার স্কলারশিপ।
THIS IS HUGE!! A 17-yr-old Dexterity to College fellow from Erode in Tamil Nadu, the daughter of a small farmer, Swega has been accepted to the University of Chicago (@UChicago), one of the top 10 universities in the world, on a full scholarship worth ₹3 crores. #ThisIsDexterity pic.twitter.com/hsSs4w4Djt
— Sharad Vivek Sagar (@SharadVSagar) December 20, 2021
নিজের এই সাফল্যের কৃতিত্বটা বাবা মায়ের পাশাপাশি ভাগ করে নিয়েছেন ডেক্সটারিটি গ্লোবাল এবং এর প্রতিষ্ঠাতা শরদ সাগরের সঙ্গেও। কারণ তাঁর এই সাফল্যের পেছন বড় ভূমিকা রয়েছে ডেক্সটারিটি গ্লোবাল সংস্থার। ডেক্সটেরিটি গ্লোবালের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরোডের কাসিপালয়াম গ্রামের বাসিন্দা সংগঠনে যোগদান করেছিলেন এবং নেতৃত্বের বিকাশ এবং ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।
নিজের এই সাফল্য লাভের পর স্বেগা স্বামীনাথন জানান, ‘আমার যখন ১৪ বছর বয়স ছিল, তখন থেকেই ডেক্সটিরিটি গ্লোবাল দ্বারা স্বীকৃত এবং প্রস্তুত হচ্ছিলাম’।