বাংলা হান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার কৃষিক্ষেত্রের জন্য মোট ৩৫,৪৪০ কোটি টাকার ২ টি বড় প্রকল্প চালু করেছেন। যার মধ্যে রয়েছে দেশে (India) ডালের আমদানি নির্ভরতা কমাতে “ডাল আত্মনির্ভরতা মিশন”। এই কার্যক্রমটি সমাজতান্ত্রিক নেতা জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীর আবহে আয়োজিত হয়েছিল। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী কৃষি থেকে শুরু করে পশুপালন, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াকরণ সেক্টরে ৫,৪৫০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন করেন এবং প্রায় ৮১৫ কোটি টাকার অন্যান্য প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
দেশের (India) কৃষকদের জন্য বড় উপহার কেন্দ্রের:
“ডাল আত্মনির্ভরতা মিশন”-এর জন্য ১১,৪৪০ কোটি টাকা ব্যয় করা হবে এবং এর লক্ষ্য হল ২০৩০-৩১ ফসল বর্ষের মধ্যে ডাল উৎপাদন বর্তমান ২৫২.৩৮ লক্ষ টন থেকে ৩৫০ লক্ষ টনে বৃদ্ধি করার মাধ্যমে দেশের আমদানি নির্ভরতা কমানো।
এছাড়াও, ২৪,০০০ কোটি টাকার “প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা”-র লক্ষ্য হল দেশের (India) ১০০ টি নিম্ন ফলনযুক্ত কৃষি জেলাকে পুনরুজ্জীবিত করা। এই প্রকল্পটি উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসলের বৈচিত্র্য বৃদ্ধি, সেচ ও সংরক্ষণের উন্নতি এবং ১০০ টি নির্বাচিত জেলায় সহজে ঋণের সুযোগ প্রদানের উপর জোর দেবে। উভয় প্রকল্পই ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং আসন্ন রবি মরশুম থেকে ২০৩০-৩১ সাল পর্যন্ত চলবে।
আরও পড়ুন: দলে হবে বড় পরিবর্তন! একসঙ্গে ৫ জন প্লেয়ারকে ছেড়ে দেবে CSK? একজন আবার ধোনির প্রিয়
আরও রয়েছে: এদিকে, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে বেঙ্গালুরু এবং জম্মু ও কাশ্মীরে কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ কেন্দ্র, আমরেলি এবং বানাসে উৎকর্ষ কেন্দ্র, এছাড়াও রয়েছে রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে আসামে একটি আইভিএফ ল্যাবরেটরি, মেহসানা, ইন্দোর এবং ভিলওয়ারায় দুধের গুঁড়ো কারখানা এবং তেজপুরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে একটি মাছের খাবারের কারখানা।
আরও পড়ুন: ধারাবাহিকভাবে দুরন্ত পারফরম্যান্স! এবার ইতিহাস গড়লেন শুভমান গিল, জানলে অবাক হবেন
ওই অনুষ্ঠান চলাকালীন, প্রধানমন্ত্রী জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের অধীনে সার্টিফায়েড কৃষক (India) ছাড়াও, মৈত্রী টেকনিশিয়ান এবং প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতি (PACS) তথা সাধারণ পরিষেবা কেন্দ্রে (CSC) পরিবর্তিত প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্রের (PMKSK) সদস্যদের শংসাপত্র প্রদান করেন। এই অনুষ্ঠানে সরকারি উদ্যোগের অধীনে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। যার মধ্যে রয়েছে ১০,০০০ কৃষক উৎপাদক সংগঠনে (FPO) ৫০ লক্ষ কৃষক সদস্যপদ। প্রধানমন্ত্রী মোদী ডাল চাষে নিযুক্ত কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মৎস্য, পশুপালন ও দুগ্ধমন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী উপস্থিত ছিলেন।