টোলের চিন্তা ভুলে নিশ্চিন্তে হবে সফর! মাত্র এত টাকায় “অ্যাক্টিভেট” করুন FASTag Annual Pass, জানুন পদ্ধতি

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: যদি আপনি প্রায়শই ভ্রমণ করেন এবং দেশের জাতীয় সড়কগুলি দিয়ে আপনাকে সফর করতে হয় সেক্ষেত্রে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া তথা NHAI শীঘ্রই টোল ট্যাক্স দেওয়ার পদ্ধতি পরিবর্তন করতে চলেছে। উল্লেখ্য যে, সম্প্রতি NHAI জাতীয় সড়কে ভ্রমণকারী যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টোল পরিশোধ সহজ করার জন্য একটি নতুন টোল পাস সিস্টেম (FASTag Annual Pass) চালু করেছে। এমতাবস্থায়, এই নতুন টোল পাস সিস্টেম আগামী ১৫ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস থেকে কার্যকর হতে চলেছে।

FASTag Annual Pass সম্পর্কে বিস্তারিত তথ্য:

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এক্ষেত্রে ১ বছরের পাসের (FASTag Annual Pass) মূল্য ৩,০০০ টাকা রাখা হয়েছে। এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হল, প্রাইভেট ভেহিক্যাল মালিকদের টোল বেনিফিট প্রদান করে সামগ্রিকভাবে ট্রাভেল এক্সপেরিয়েন্স আরও উন্নত করা। এই বার্ষিক পাসটি নন কমার্শিয়াল গাড়ি, জিপ এবং ভ্যানের জন্য তৈরি করা হয়েছে। গাড়ির মালিকরা এই পাস দিয়ে এক বছরের জন্য বা ২০০ টি টোল-ফ্রি ট্রিপ (যেটির লিমিট আগে সম্পন্ন হবে) সফর করতে পারবেন। এই পাসটি দেশের সমস্ত ন্যাশনাল হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েতে প্রযোজ্য হবে।

FASTag Annual Pass activation process details.

FASTag বার্ষিক পাস: কীভাবে “অ্যাক্টিভেট” করবেন: FASTag বার্ষিক পাসের (FASTag Annual Pass) অ্যাক্টিভেশন Rajmargyatra মোবাইল অ্যাপ NHAI-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই করা যেতে পারে। একবার অ্যাক্টিভেট হয়ে গেলে,সংশ্লিষ্ট গাড়ি এবং FASTag সফলভাবে ভেরিফিকেশন এবং অর্থ প্রদানের পরে পাসটি ২ ঘন্টার মধ্যে সক্রিয় হয়ে যায়। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বার্ষিক পাস শুধুমাত্র জাতীয় সড়ক এবং এক্সপ্রেসওয়ের টোল প্লাজাগুলিকেই প্রযোজ্য। অর্থাৎ, রাজ্য সড়ক, বা রাজ্য-পরিচালিত এক্সপ্রেসওয়ে এবং স্থানীয় সংস্থার রাস্তায় FASTag একটি সাধারণ টোল সংগ্রহ ব্যবস্থা হিসাবে কাজ করবে। যেখানে সাধারণ ব্যবহারকারীর চার্জ প্রযোজ্য থাকবে।

FASTag বার্ষিক পাসের সীমাবদ্ধতা: একবার ২০০ ট্রিপের সীমা শেষ হয়ে গেলে বা এক বছরের মেয়াদ শেষ হয়ে গেলে, বার্ষিক পাস (FASTag Annual Pass) স্বয়ংক্রিয়ভাবে একটি সাধারণ FASTag-এ রূপান্তরিত হয়। ব্যবহারকারীরা যদি বার্ষিক পাসের সুবিধাগুলি অব্যাহত রাখতে চান, তাহলে তাদের NHAI ওয়েবসাইট থেকে এটি পুনরায় সক্রিয় করতে হবে।

আরও পড়ুন: মাত্র ২ ঘণ্টায় মুম্বাই থেকে আহমেদাবাদ! কবে চালু হবে ভারতের প্রথম বুলেট ট্রেন? বড়সড় সুখবর দিলেন রেলমন্ত্রী

FASTag বার্ষিক পাস “অ্যাক্টিভেট” করার পদ্ধতি:
১. প্রথমে স্মার্টফোনে Rajmargyatra মোবাইল অ্যাপটি খুলুন অথবা NHAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২. আপনার বিদ্যমান FASTag শংসাপত্র (ইউজার আইডি/পাসওয়ার্ড) দিয়ে পোর্টালে লগইন করুন। এক্ষেত্রে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর,যানবাহণের রেজিস্ট্রেশন নম্বর (RC নম্বর) এবং FASTag আইডি চাওয়া হতে পারে।
৩. সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে আপনার গাড়ির যোগ্যতা এবং FASTag স্থিতি যাচাই করবে। এই ভেরিফিকেশন নিশ্চিত করবে যে, আপনার গাড়িটি বার্ষিক পাসের (FASTag Annual Pass) জন্য যোগ্য কিনা।
৪. সফল যাচাইয়ের পর, আপনাকে ২০২৫-২৬ সালের জন্য ৩,০০০ টাকা দিতে বলা হবে। পেমেন্টের জন্য, আপনি UPI থেকে শুরু করে ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবা ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: বাবা করেন চাষাবাদ! কঠোর পরিশ্রমে প্রথমে IPS এবং পরে IAS হলেন মেয়ে, গড়লেন নজির

৫. পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে,তারপর আপনার বিদ্যমান FASTag-এ বার্ষিক পাস সক্রিয় হবে।
৬. আপনি SMS বা ইমেলের মাধ্যমে নিশ্চিতকরণ পাবেন।
৭. সাধারণত পেমেন্ট এবং ভেরিফিকেশনের ২ ঘন্টার মধ্যে অ্যাক্টিভেশন ঘটে।
৮. নতুন FASTag কেনার কোনও প্রয়োজন নেই। যদি আপনার বিদ্যমান FASTag যোগ্য হয়, তাহলে বার্ষিক পাসটিও সেই তারিখেই সক্রিয় করা হবে।
৯. এই পাসটি (FASTag Annual Pass) হস্তান্তরযোগ্য নয় এবং শুধুমাত্র সেই গাড়ির জন্য বৈধ যার ওপর FASTag লাগানো এবং রেজিস্ট্রার্ড রয়েছে।