সময়সীমা শেষ, আজকের মধ্যেই গাড়িতে লাগাতে হবে FASTag, কাল থেকেই কি টোল প্লাজায় জরিমানা গুনতে হবে?

বাংলা হান্ট ডেস্ক : এবার থেকে আর লাইন দিতে হবে না, লাইনের ঝঞ্ঝাট কমানোর জন্য টোল প্লাজা গুলির ক্ষেত্রে এক নয়া নিয়ম চালু করেছে সড়ক ও পরিবহন দফতর। তাই এখন থেকেই টোল প্লাজার আওতা দিয়ে গেলেই গাড়িতে থাকা fastag এর মাধ্যমে অটোমেটিক টাকা কেটে নেবে টোল প্লাজা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় পরিবহণ দফতরের তরফে আজ অর্থাত্ রবিবার 15 ডিসেম্বর তারিখ অবধি FASTag লাগানোর সময়সীমা ছিল। এমনকি কেন্দ্রীয় পরিবহণ দফতরের তরফে কয়েক দিন আগে 16 ডিসেম্বর থেকে যে সমস্ত গাড়িতে এই স্টিকার লাগানো নেই তাঁদের জন্য টোল প্লাজায় গুনতে হবে অতিরিক্ত টাকা এমনটাই নির্দেশিকা জারি করেছিল।

কিন্তু এখনও অবধি যাঁদের গাড়িতে স্টিকার লাগানো নেই তাঁদের সাময়িক ভাবে চিন্তা মুক্ত করেছে পরিবহণ দফতর কারণ, তাঁরা এখনও অবধি গাড়িতে স্টিকার লাগান নেই তাদের জাতীয় সড়কের টোল প্লাজায় একটি নতুন লাইনে দাঁড়িয়ে নগদেই টাকা পে করতে হবে। কিন্তু কিছু দিনের মধ্যেই সমস্ত টোল প্লাজা গুলিকে ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় পরিবহণ দফতরের তরফে।fastag twitter netc 1574170732811 1

FASTAG কী? এটি একটি স্টিকার যা গাড়ির উইন্ড স্ক্রিনে আটকানো থাকবে, সেতু টোল প্লাজায় পৌঁছনো মাত্রই স্ক্যানারে স্ক্যান হয়ে অটোমেটিক টাকা কেটে নেবে। অবশ্যই এই ফাস্ট্যাগের সঙ্গে মালিকের অ্যাকাউন্টের নম্বর যুক্ত থাকতে হবে তবেই টাকা কাটা সম্ভব হবে। আসলে এই স্টিকারের মধ্যে থাকা রেডিও ফ্রিকোয়েন্সি অটোমেটিক কাজ করবে।

ডেবিট ক্রেডিট কার্ডের সঙ্গে এই বিশেষ টি কার্ডের লিঙ্ক থাকবে। তাই দেশের সমস্ত টোল প্লাজাগুলিতে এই আওতায় নিয়ে আসারও চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু যত দিন না অবধি স্টিকার লাগানো হয় ততদিন গাড়ির মালিককে টোল প্লাজায় আসল দামের সঙ্গে বাড়তি টাকা গুনতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন সড়ক পথ গুলিতে টোল প্লাজা ঘুড়ির আধুনিকীকরণ করা হচ্ছে।

 

সম্পর্কিত খবর