FASTag ব্যবহারকারীরা হয়ে যান সতর্ক! ৩১ জানুয়ারির মধ্যেই করে ফেলুন এই কাজ, নাহলেই পড়বেন দুর্ভোগে

বাংলা হান্ট ডেস্ক: রাস্তায় যানবাহন চালানোর ক্ষেত্রে দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)। যার জন্য কয়েক বছর আগে পর্যন্ত দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টোল দিতে হত। কিন্তু প্রযুক্তির এই যুগে পরিবর্তন এসেছে প্রতিটি ক্ষেত্রে। তার ব্যতিক্রম নয় টোল ট্যাক্সও। এখন চোখের পলকে FASTag-এর মাধ্যমে এই ট্যাক্স প্রদান করা হয়। তবে, আপনিও যদি FASTag ব্যবহার করেন সেক্ষেত্রে এখন আপনাকে সতর্ক হতে হবে। কারণ, এখন FASTag ব্যবহারকারীদের জন্য KYC করানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এমতাবস্থায়, আপনি KYC না করলে আপনার অ্যাকাউন্ট ব্ল্যাক লিস্টে চলে যাবে। এর জন্য শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ জানুয়ারি ২০২৪।

উল্লেখ্য যে, যদি সময়মতো KYC করা না হয়, তাহলে টোল ট্যাক্স দিতে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই বিষয়ে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) তরফে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। KYC-তে, ব্যবহারকারীদের ব্যাঙ্কগুলির পূর্বে জারি করা FASTag ছেড়ে দিতে হবে। ৩১ জানুয়ারির সময়সীমার পরে, শুধুমাত্র লেটেস্ট FASTag অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। পাশাপাশি, আগের সমস্ত FASTag ব্ল্যাক লিস্ট করা হবে।

FASTag users should do this before January 31

কেন FASTag-কে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, NHAI (National Highways Authority of India)-র একটি সাম্প্রতিক রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, একই গাড়ির জন্য একাধিক FASTag জারি করা হয়েছে। এর পাশাপাশি, প্রয়োজনীয় KYC প্রক্রিয়া সম্পূর্ণ না করেই FASTag বিতরণ করা হয়েছে। এর ফলে RBI-এর নিয়মের লঙ্ঘন ঘটেছে। এমন পরিস্থিতিতে পুরোনো FASTag-কে ব্ল্যাক লিস্ট করা হচ্ছে।

আরও পড়ুন: নতুন বছরেই বড় ঝটকা পেল আমজনতা! ডাল-সবজির ক্রমবর্ধমান দামে বৃদ্ধি হল পাইকারি মুদ্রাস্ফীতির হার

এছাড়াও, এমন অভিযোগও এসেছে যে, FASTag-কে ইচ্ছাকৃতভাবে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো হচ্ছে না। যার কারণে টোল প্লাজায় অপ্রয়োজনীয়ভাবে দেরি হচ্ছে। ফলে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়েতে সমস্যায় পড়েন অন্যান্য ব্যবহারকারীরা। এদিকে, ইতিমধ্যেই National Highways Authority of India “ওয়ান ভেহিক্যাল ওয়ান FASTag” প্রচারের ওপরেও জোর দিয়েছে। সরকারের এই অভিযানে জাতীয় সড়কে গাড়ি চালানোর অভিজ্ঞতা আরও মসৃণ হবে।

আরও পড়ুন: আরে বাহ! এবার মাত্র 288 টাকায় মিলবে 120GB ডেটা, 2 মাসের জন্য খতম রিচার্জের টেনশন

৯৮ শতাংশ টোলে FASTag লাগানো আছে: এই প্রসঙ্গে NHAI জানিয়েছে, শুধুমাত্র নতুন Fastag অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। পূর্ববর্তী FASTag-গুলি ৩১ জানুয়ারি, ২০২৪-এর পরে নিষ্ক্রিয় করা হবে। উল্লেখ্য যে, সারা দেশে প্রায় ৯৮ শতাংশ টোলের ওপর FASTag-এর মাধ্যমে টোল ট্যাক্স সংগ্রহ করা হয়। পাশাপাশি, সারা দেশে ৮ কোটিরও বেশি FASTag ব্যবহারকারী রয়েছেন। এছাড়াও, FASTag সমগ্ৰ দেশে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেমে বিরাট বদলও এনেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর