নিউ সাউথ বন্দে ভারতের দৌলতে যাত্রা এখন আরোও সহজ! চেন্নাই থেকে মাইসোর পৌঁছবে এখন 7 ঘন্টায়

বাংলাহান্ট ডেস্ক : দেশের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস এই মাসে বেঙ্গালুরু হয়ে চেন্নাই এবং মাইসোর শহরের মধ্যে অর্থাৎ দক্ষিণ ভারতেও তার জয়যাত্রা শুরু করতে প্রস্তুত। আর তারপরেই আমজনতা এই ট্রেনের দুর্লভ পরিষেবা উপভোগ করতে পারবেন। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে যে, বন্দে ভারত ট্রেনটি শতাব্দী এক্সপ্রেসের পরিপূরক হবে।

জানা গিয়েছে, আগামী 11 নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটক সফরে থাকাকালীন সবুজ পতাকা দেখিয়ে এই ট্রেনের সূচনা করবেন। এই এক্সপ্রেস ট্রেন চালু হলে এটি হবে দেশের পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। মাইসোরের সাংসদ প্রতাপ সিমহা জানিয়েছেন, “বন্দে ভারত এক্সপ্রেস ভারতের উচ্চ-গতির প্রযুক্তি সম্পন্ন ট্রেনের একটি নিখুঁত উদাহরণ। চেন্নাই এবং মাইসোরের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যে বন্দে ভারত এক্সপ্রেসটি ফ্ল্যাগ অফ করবেন তা প্রযুক্তিগতভাবে উচ্চতর। স্বল্প সময়ের মধ্যেই সেটি গন্তব্যে পৌঁছাতে সক্ষম।”

সূত্রের খবর, ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত, এই সেমি-হাই-স্পিড ট্রেনটি বিদ্যুতে চলে এবং এখন পর্যন্ত চালু হওয়া ট্রেনগুলির মধ্যে একটি উন্নত সংস্করণ। শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং রিক্লাইনার আসনের এই ট্রেনে দুটি অংশ থাকবে- এক্সিকিউটিভ এবং ইকোনমি ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের আসনগুলি 180-ডিগ্রী ঘোরানো যায়। ইকোনমি ক্লাসের আসনগুলি সহজে হেলান দেওয়ার জন্য চার চাকার গাড়ির মতো সামনের দিকে এগিয়ে যেতে পারে৷ 16টি কোচ সহ এক্সপ্রেস ট্রেনটি বুধবার ব্যতীত সমস্ত দিন চেন্নাই, বেঙ্গালুরু এবং মাইসোরের মধ্যে চলবে এবং 1,128 জন যাত্রীর জন্য আসন ক্ষমতা রয়েছে এই ট্রেনের।

ইকোনমি ক্লাস বা A/C চেয়ার কারে মাইসোর এবং চেন্নাইয়ের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের জন্য বেসিক ভাড়া হবে 921 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণকারীদের জন্য 1,880 টাকা চার্জ করা হবে। যারা মাইসোর এবং বেঙ্গালুরুর মধ্যে পরিষেবাটি পেতে চান তাদের ইকোনমি ক্লাসে 368 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসে 768 টাকা চার্জ করা হবে। মাইসোর এবং চেন্নাইয়ের মধ্যে 504 কিমি ওয়ানওয়ে দূরত্ব সম্পূর্ণ করতে প্রায় 6 ঘন্টা 40 মিনিট সময় লাগবে।

Vande Bharat 1

বন্দে ভারতে টিকিটের ভাড়া শতাব্দীর ভাড়ার চেয়ে প্রায় 39% বেশি এবং এর কারণ হল 40 টাকা (এ/সি চেয়ার কারের জন্য) এবং 75 টাকা (এক্সিকিউটিভ ক্লাস) রিজার্ভেশন এবং ক্যাটারিং চার্জ যোগ করা হয়েছে৷ এটি 160 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ভ্রমণ করবে এবং টেস্ট রানের সময় এটি সর্বোচ্চ 180 কিলোমিটার প্রতি ঘণ্টা গতি অর্জন করেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর