হঠাৎই সেতু ভেঙে নীচে পড়ে গেল বাস! মর্মান্তিক দুর্ঘটনায় মধ্যপ্রদেশে মৃত ১৫, আহত কমপক্ষে ৩০

বাংলা হান্ট ডেস্ক : মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সেতু থেকে বাস পড়ে গিয়ে অন্তত ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনেতে। সেখানকার পুলিস সুপার ধরমবীর সিং জানান, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। উদ্ধারকাজ এখনও চলছে।

মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে অবিলম্বে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। এছাড়াও, যারা গুরুতর আহত হয়েছেন তাদের প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং যে যাত্রীর সামান্য চোট পেয়েছেন, তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

accident

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়া বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। এই আবহে এখনও অনেক যাত্রী দুর্ঘটাগ্রস্ত বাসে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ধারকাজ জারি রয়েছে। স্থানীয়রাও হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। এদিকে যে আহতদের উদ্ধার করা হয়েছে, তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত ১৫ যাত্রীর মধ্যে ৩ জন শিশুও আছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি ইন্দোরে যাচ্ছিল। সেই সময় খারগোনের একটি সেতু থেকে নীচে পড়ে যায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। রেলিং ভেঙে বাসটি নীচে পড়ে যায়। এবং সেই অবস্থায় মৃত্যু হয় অনেকের। গুরুতর ভাবে আহত হন অনেকে। বাস দুর্ঘটনার আসল কারণ জানতে পুলিস তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

এদিকে বাস পড়ে যাওয়ার বিকট আওয়াজ শুনে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা উদ্ধারকাজ শুরু করে দেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিস বাহিনী এসে পৌঁছায় সেখানে। সঙ্গে অ্যাম্বুলেন্সও আসে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর